WB Panchayat Polls 2023: ‘তৃণমূল কর্মীরাই বলছেন আপনারা ফিরে আসুন…’, নিকাশি ব্যবস্থাকে হাতিয়ার করে বালি থেকে লড়ছেন দীপ্সিতার মা

WB Panchayat Polls 2023: জানা গিয়েছে, হাওড়া গ্রামীণ এলাকায় বামেদের ইস্যু এবার নিকাশি ব্যবস্থা ও দুর্গন্ধ। দীপিকাদেবীর অভিযোগ, এলাকাবাসীদের টেকা দায় হয়ে দাঁড়িয়েছে। তাঁরা থাকতে পারছেন না। নর্দমার পচা-জল পেরিয়ে যেতে হয় স্কুল-কলেজে। স্বাভাবিকভাবেই বিষয়টিকে ইস্যু করেছে বামেরা।

WB Panchayat Polls 2023: তৃণমূল কর্মীরাই বলছেন আপনারা ফিরে আসুন..., নিকাশি ব্যবস্থাকে হাতিয়ার করে বালি থেকে লড়ছেন দীপ্সিতার মা
দীপিকা ধর, বাম প্রার্থীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 27, 2023 | 1:14 PM

হাওড়া: ২০১৮ সালে প্রার্থী হয়েছিলেন পঞ্চায়েত সমিতিতে। সেই সময় সামান্য ভোটের হেরফেরের জেরে তৃণমূলের কাছে হারতে হয়েছিল তাঁকে। পাঁচ বছর পর আবারও দল তাঁকে প্রার্থী করেছে। তবে এবার দাঁড়াচ্ছেন জেলা পরিষদে। তিনি দীপিকা ধর। সিপিএম যুব নেত্রী দীপ্সিতা ধরের মা। ২০২৩ হাওড়ার বালি থেকে বামেদের হয়ে লড়ছেন তিনি।

জানা গিয়েছে, হাওড়া গ্রামীণ এলাকায় বামেদের ইস্যু এবার নিকাশি ব্যবস্থা ও দুর্গন্ধ। দীপিকাদেবীর অভিযোগ, এলাকাবাসীদের টেকা দায় হয়ে দাঁড়িয়েছে। তাঁরা থাকতে পারছেন না। নর্দমার পচা-জল পেরিয়ে যেতে হয় স্কুল-কলেজে। স্বাভাবিকভাবেই বিষয়টিকে ইস্যু করেছে বামেরা।

বাম প্রার্থী দীপিকা ধর বলেন,”জলনিকাশি বড় সমস্যা। বর্তমান সরকার চেষ্টা করেছে তা সমাধান করার। সেই সমাধান করতে গিয়ে দেখলাম রাস্তাটা উঁচু করে দিয়েছে। আগে যে জল রাস্তায় থাকত, এখন রাস্তার জল ঢুকে যাচ্ছে ঘরে। এটা সমস্যা। সাধারণ মানুষ চেয়েছিলেন সমস্যার সমাধান হবে। কিন্তু উল্টে তা আরও বেড়ে গেল।”

এখানেই শেষ নয়, দীপিকাদেবীর দাবি মানুষ ভরসা রাখছেন বামেদের উপর। তৃণমূলের বিকল্প হিসাবে একসময় বিজেপিকে ভাবলেও, অনেকেই সেই ‘মিথ’ থেকে বেরিয়ে এসেছেন। বাম প্রার্থীর বক্তব্য, “একটা অংশের মানুষের অনাস্থা রয়েছে তৃণমূলের প্রতি। এমনকী বহু তৃণমূল কর্মী বলছেন, ভিষণ ভুল হয়ে গিয়েছে। আপানারা ফিরে আসুন। আপনাদের ফেরা দরকার। অন্তত আমাদের সন্তানদের জন্য ভীষণ জরুরি।” নিকাশি এলাকা নিয়ে ক্ষোভ উগরে দেন দীপ্সিতাও। বলেন, “প্রচুর বেআইনি নির্মাণ হচ্ছে। জলাজমি বুজিয়ে ফেলা হয়েছে।” শুধু তাই নয়, এই কাজের সঙ্গে এক অংশের স্থানীয় তৃণমূল নেতারাও জড়িত অভিযোগ করেন তিনি।