Bengal Panchayat Election: জগৎবল্লভপুরে তুমুল গন্ডগোল, ISF প্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Bengal Panchayat Election: হাওড়ার জগৎবল্লভপুরের ১ নম্বর অঞ্চলের ইছানগরী এলাকার ঘটনা। আসন্ন পঞ্চায়েত ভোটের জন্য প্রচারে নেমেছিলেন আইএসএফ প্রার্থী দীননাথ মুখোপাধ্যায়।
হাওড়া: আবারও কাঠগড়ায় তৃণমূল। আইএসএফ প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। মারধরের জেরে গুরুতর আহত আইএসএফ ওই প্রার্থী। এলাকায় তীব্র উত্তেজনা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
হাওড়ার জগৎবল্লভপুরের ১ নম্বর অঞ্চলের ইছানগরী এলাকার ঘটনা। আসন্ন পঞ্চায়েত ভোটের জন্য প্রচারে নেমেছিলেন আইএসএফ প্রার্থী দীননাথ মুখোপাধ্যায়। অভিযোগ, হঠাৎ করেই সেই সময় তাঁর উপর হামলা চালায় তৃণমূলের একদল দুষ্কৃতী। কোনও কথা ছাড়াই লাগাতার মারধর করে তারা। প্রচারে বাধা দেওয়ার পাশাপাশি আইএসএফ-এর দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এমনকী মাইক ভাঙচুরও করে।
উত্তেজনার খবর পেয়ে দ্রুত পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। পুলিশ উদ্ধার করে দীননাথবাবুকে জগৎবল্লভপুর গোয়ালপোতা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। অবস্থা খারাপ হওয়ায় তাঁকে হাওড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আইএসএফ-এর বক্তব্য, পুলিশের অনুমতি নিয়েই তাঁরা প্রচারে নেমেছিলেন কিন্তু সেই কাজের সময়ই তৃণমূলের লোকজনের হামলার শিকার হলেন তাঁরা। পুলিশ-প্রশাসন সবটা জেনে শুনেও নিশ্চুপ বলে অভিযোগ করেছেন কর্মীরা।
যদিও, সমস্ত অভিযোগ উড়িয়ে তৃণমূলের জগৎবল্লভপুর অঞ্চলের সাধারণ সম্পাদক রঞ্জন কুন্ডু বলেন, আইএসএফ কর্মীরা নিজেরাই নিজেদের মধ্যে গন্ডগোল করে এইসব নাটক করছে। দলীয় বিবাদের জেরেই এই অশান্তি। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই।