Road Accident: ‘হঠাৎ বিকট শব্দ আর ঝাঁকুনি, ছিটকে পড়লাম, সব অন্ধকার…’ ভয়াবহ বাস দুর্ঘটনা হাওড়ায়

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Mar 27, 2022 | 9:52 PM

Howrah: প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, সরকারি বাসের গতি অনেকটাই বেশি ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটিকে ধাক্কা মারে।

Road Accident: হঠাৎ বিকট শব্দ আর ঝাঁকুনি, ছিটকে পড়লাম, সব অন্ধকার... ভয়াবহ বাস দুর্ঘটনা হাওড়ায়
দুর্ঘটনাগ্রস্ত বাসটি। নিজস্ব চিত্র।

Follow Us

হাওড়া: সরকারি বাসের সঙ্গে ডাম্পারের সংঘর্ষ। রবিবার চামরাইলে পথদুর্ঘটনায় মৃত্যু হয় একজনের। গুরুতর জখম হন ২৫ জন। ১০ জনকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের জেলারই বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে, সেটি আরামবাগ ধর্মতলা রুটের সরকারি বাস। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বাসটি ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতার দিকে যাচ্ছিল। সেই সময় চামরাইলের জয়পুরের কাছে একটি ডাম্পারকে সজোরে ধাক্কা মারে। ঘটনার তদন্তে লিলুয়া থানার পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, সরকারি বাসের গতি অনেকটাই বেশি ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটিকে ধাক্কা মারে। সূত্রের খবর, ডাম্পারের গা ঘেঁষে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল বাসটি। সেই সময়ই বাসের দরজার ধারে দাঁড়িয়ে থাকা একজন গুরুতর আহত হন। বাসের ভিতরও একাধিক যাত্রী জখম হন এই ঘটনায়। চালক ব্রেক কষতেই হুড়মুড়িয়ে পড়েন সকলে। ঘটনার খবর পেয়েই অকুস্থানে ছোটে লিলুয়া থানার পুলিশ। পুলিশই বাসের আহত যাত্রীদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। সূত্রের খবর, সেখানেই মফিজুল হাজারি (৩০) নামে এক যুবককে মৃত বলে ঘোষণা করা হয়।

মফিজুল খানাকুলের চোখবাদুয়ার বাসিন্দা। ইতিমধ্যেই খানাকুলে মফিজুলের পরিবারকে খবর দেওয়া হয়েছে। হাওড়া জেলা হাসপাতালের শয্যায় শুয়ে রিয়া পতি নামে আহত এক মহিলা যাত্রী বলেন, “আরামবাগ থেকে বাসে উঠি। হঠাৎ একটা আওয়াজ। সব অন্ধকার হয়ে গেল। পুলিশ উদ্ধার করে আমাদের হাসপাতালে নিয়ে এল।” হাওড়া হাসপাতালেই ভর্তি সরোজকান্তি মাজি নামে আরও এক যুবক। তিনিও গুরুতর আহত হন। সরোজকান্তি মাজি বলেন, “বাসটিতে খুব ভিড় ছিল। হঠাৎ বিকট শব্দে ডাম্পারটিকে ধাক্কা মারে। আর তাতেই আমাদের এই পরিণতি। আমরা সকলে ছিটকে বাসের মধ্যে পড়লাম। মাথায়, মুখে খুবই চোট লেগেছে।” দুর্ঘটনার পরই বাসটিকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন: CM Mamata Banerjee: ‘সহযোগিতা থাকবে, তবে…’ উন্নাও-হাথরস নিয়ে ক’বার সিবিআই তদন্ত চাওয়া হয়েছে প্রশ্ন মমতার

আরও পড়ুন: CM Mamata Banerjee: এবার এক মিসড কলেই… আসছে ‘দিদিকে বলো’র ধাঁচে নয়া কর্মসূচি, শিলিগুড়িতে ঘোষণা মমতার

আরও পড়ুন: CM Mamata Banerjee: রামপুরহাটের ঘটনার পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে, শিলিগুড়িতে বললেন মমতা

Next Article