Humayun Kabir: আমার বহিষ্কারে তৃণমূল মিষ্টি বিলি করেছিল: হুমায়ুন
মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের পাশাপাশি তাঁর শাসন কেও তিনি সাদরে স্বীকার করেন
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংবিধানিক চেয়ারে বসে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার মন্তব্যের পরিপ্রেক্ষিতে সমমানের জবাব দেওয়ার কথা বললেন হুমায়ুন কবীর। তিনি আরও বলেন, দলের সর্বোচ্চ নেতৃত্ব যদি সিদ্ধান্ত নেয় তিনি কোন অন্যায় করেছেন, তাহলে তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্তকে তিনি স্বীকার করবেন। পাশাপাশি, রবি ঠাকুরের ‘শাসন করা তারই সাজে সোহাগ করে যে’ পংক্তি উদ্ধৃত করে তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের পাশাপাশি তাঁর শাসন কেও তিনি সাদরে স্বীকার করেন। আর কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো