Marriage Problem: ৬ বছরের মধ্যে ফের বিয়ে করেছে স্বামী! রেজিস্ট্রি সার্টিফিকেট নিয়ে ধরনায় স্ত্রী, থানায় অভিযোগ দায়ের

Marriage Problem: রিঙ্কি বলছেন, একসময় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে পালিয়ে বিয়েও করেন। ২০১৯ সালে রেজিস্ট্রি। তবে সামাজিক রীতিনীতি মেনে তখনও বিয়ে হয়নি। বিট্টু নাকি মেয়ের বাড়ির লোকজনকে বলেছিলেন তিন বছরের মধ্যেই সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হবে।

Marriage Problem: ৬ বছরের মধ্যে ফের বিয়ে করেছে স্বামী! রেজিস্ট্রি সার্টিফিকেট নিয়ে ধরনায় স্ত্রী, থানায় অভিযোগ দায়ের
ব্যাপক শোরগোল এলাকায়Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Aug 06, 2025 | 10:38 AM

হিলি: রয়েছে স্ত্রী! তারপরেও আরও এক বিয়ে করার অভিযোগ পেশায় সেনা কর্মীর বিরুদ্ধে। স্বামীর বিরুদ্ধে আওয়াজ তুলে ম্যারেজ সার্টিফিকেট হাতে নিয়ে সেনা কর্মীর বাড়ির সামনে ধরনায় বসলেন প্রথমপক্ষের স্ত্রী। তাঁর স্পষ্ট দাবি, স্ত্রীর স্বীকৃতি, সংসার করার পূর্ণ অধিকার না পেলে তিনি কোনওভাবেই ধরনা থেকে উঠবেন না। মঙ্গলবার বিকালে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের ত্রিমোহিনী কিসমতদাপটে। স্বামী বিট্টু দেবনাথের বিরুদ্ধে ইতিমধ্যেই আবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রিঙ্কি দেবনাথ নামে ওই মহিলা। 

রিঙ্কি বলছেন, একসময় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে পালিয়ে বিয়েও করেন। ২০১৯ সালে রেজিস্ট্রি। তবে সামাজিক রীতিনীতি মেনে তখনও বিয়ে হয়নি। বিট্টু নাকি মেয়ের বাড়ির লোকজনকে বলেছিলেন তিন বছরের মধ্যেই সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হবে। কিন্তু সময় যত গড়িয়েছে, সম্পর্কের দূরত্ব ততই বেড়েছে। এমনকি বছর খানেক আগে বিট্টু রিঙ্কির বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলাও দায়ের করেন বালুরঘাট আদালতে। এই পরিস্থিতিতে গত রবিবার গোপনে অন্য এক মহিলাকে বিট্টু বিয়ে করেন বলে অভিযোগ। সোমবার সেই খবর যায় রিঙ্কির পরিবারের কাছে। 

রিঙ্কি বলছেন, “আমার সঙ্গে বিট্টুর রেজিস্ট্রি বিয়ে হয়েছে৷ আমরা পালিয়ে বিয়ে করেছিলাম৷ বেশ কয়েক মাস আমরা এক সঙ্গেও ছিলাম। এরইমধ্যে শুনি ও আরেকজনকে বিয়ে করেছে। আমি স্ত্রীর স্বীকৃতি ও সামাজিক সম্মান চাই। সেই দাবিতেই ধরনায় বসেছি। হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।”

সেনাকর্মীর সৎ বাবা সাধন শীল বলেন, “আমার স্ত্রীর প্রথম পক্ষের সন্তান বিট্টু। ওই ওর অভিভাবক। ওই যা করার বা সিদ্ধান্ত নেওয়ার নেবে। আমার সন্তান হলে আমি সিদ্ধান্ত নিতে পারতাম। তবে আইনিভাবে যাতে এর সুরাহা হয় তার দাবি জানিয়েছি।” হিলি থানার আইসি শীর্ষেন্দু দেবনাথ বলছেন তাঁরা অভিযোগ পেয়েছেন। পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে।