পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রাম থেকে প্রচুর বেআইনি বাজি উদ্ধার হয়েছে। নন্দীগ্রাম থানার পুলিশ অভিযান চালিয়ে এই বেআইনি বাজি উদ্ধার করে। গ্রেফতার করা হয়েছে ১০ জনকে। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক কুইন্ট্যাল বাজি ও বাজি তৈরির মশলা। উৎসবের মরসুমে বেআইনি বাজি রোখা পুলিশের কাছে কার্যত চ্যালেঞ্জ।
রাজ্যের একাধিক জায়গায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিগত দিনগুলিতে। পূর্ব মেদিনীপুরের খাদিকুল হোক বা বজবজ-মহেশতলার বিস্ফোরণ, ভয়াবহ সেই ক্ষত বাংলার বুকে। টাটকা প্রাণ পর্যন্ত গিয়েছে। আর তার তদন্ত করতে গিয়ে দেখা গিয়েছে গ্রামে বেআইনি বাজি মজুত করা থাকে।
এবার বেআইনি বাজি মজুতের তালিকায় যুক্ত হল নন্দীগ্রামও। রবিবার রাতভর নন্দীগ্রামের তেখালি-সহ বিস্তীর্ণ এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বাজি ও বাজি তৈরির মশলা বাজেয়াপ্ত করে পুলিশ। নন্দীগ্রাম থানার পুলিশ এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে।
সূত্রের খবর, গত কয়েক মাস ধরে এই নন্দীগ্রামের বিস্তীর্ণ এলাকায় অবৈধভাবে বাজি তৈরি চলছে। নন্দীগ্রাম থানার বিশেষ টিম অবৈধ বাজি কারখানার বিরুদ্ধে অভিযানে নামে। এরপরই বাজি তৈরির মশলা ও বাজি বাজেয়াপ্ত করে। পাশাপাশি ১০ জনকে গ্রেফতারও করা হয়েছে এই ঘটনায়। সোমাবার ধৃতদের হলদিয়া আদালতে তোলে পুলিশ। নন্দীগ্রাম থানার এক পুলিশ আধিকারিকের কথায়, এই অবৈধ বাজি কারখানার বিরুদ্ধে অভিযান চলবে।