India-Bangladesh Border: সীমান্তে শোরগোল! জমি থেকে ভারতের কৃষককে ‘তুলে নিয়ে’ পালাল বাংলাদেশি দুষ্কৃতীরা

India-Bangladesh Border: উকিল বর্মনও এই সকল কৃষকদের মধ্যেই একজন। ভারত থেকে সীমানা পেরিয়ে বাংলাদেশের জমিতে তাকে যেতে হয় চাষ করতে। ফিরে আসতে হয় সময়ের মধ্য়েই। বছর বছর ধরে এই তার প্রতিদিনের কাজ।

India-Bangladesh Border: সীমান্তে শোরগোল! জমি থেকে ভারতের কৃষককে তুলে নিয়ে পালাল বাংলাদেশি দুষ্কৃতীরা
অপহৃত কৃষকImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Apr 16, 2025 | 11:58 PM

কোচবিহার: কাঁটাতারের ওই পাড়ে তার জমি। সেখানেই প্রতিদিন যান চাষ করতে। যেদিন থেকে ‘বেড়াজাল’ পড়েছে দুই দেশের মধ্যে সেদিন থেকে এই ভাবেই কাটছে দুই দেশের সীমান্তবর্তী কৃষকদের। কেউ আসেন এই পাড়ে, কেউ আবার যান ওই পাড়ে।

উকিল বর্মনও এই সকল কৃষকদের মধ্যেই একজন। ভারত থেকে সীমানা পেরিয়ে বাংলাদেশের জমিতে তাকে যেতে হয় চাষ করতে। ফিরে আসতে হয় সময়ের মধ্য়েই। বছর বছর ধরে এই তার প্রতিদিনের কাজ। কখনও স্বপ্নেও ভাবতে পারেননি, এই রুজিরুটির কাজ করতে গিয়েই একদিন অপহরণ হতে হবে তাঁকে। এবার তেমনটাই হল।

ঘটনা কোচবিহারের শীতলকুচি ব্লকের গাছতলা সীমান্ত এলাকার। বুধবার সকালে কাঁটাতারের ওই পাড়ে জমিতে কাজ করতে গিয়ে কিছু জিনিসপত্র ফেলে এসেছিলেন সেই কৃষক। বিপত্তি ঘটল সেগুলো ফেরত নিতে যেতেই। ভারত থেকে বাংলাদেশের জমিতে পা রাখতেই তাকে তুলে নিয়ে গেল অপহরণকারীরা। অবশ্য, তড়িঘড়ি বিএসএফের তরফে উদ্ধার করা হয় তাকে। দুপুরের মধ্য়ে বাড়ি ফিরে আসেন উকিলবাবু।

কিন্তু কী কারণে তাকেই অপহরণ করল দুষ্কৃতীরা? তা জানা সম্ভব হয়নি। তবে সেদিন সকালেই মাদকদ্রব্য চোরাচালানের সময় বিএসএফ জওয়ানদের গুলিতে জখম হন এক বাংলাদেশি। জানা গিয়েছে, সেই অনুপ্রবেশকারী বাংলাদেশের লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার বাসিন্দা। এই ঘটনার ঘণ্টা খানেকের মধ্য়ে অপহরণ হন ওই কৃষক। তবে কি প্রতিশোধ স্পৃহার ‘বলি’ হলেন উকিলবাবু, প্রশ্ন একাংশের।