আইপ্যাকের ‘বাচ্চা ছেলে’রা রাজনীতি বোঝাবে? পিকের বিরুদ্ধে ফের ‘বিদ্রোহ’ তৃণমূলে

Nov 27, 2020 | 9:04 AM

সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে ওই নেতা লেখেন, '১৯৯৮ সাল থেকে ২০২০। ২২ বছর তৃণমূল করার পর আইপ্যাকের নামে কিছু বাচ্চা ছেলে এসে তৃণমূল কংগ্রেসের শিক্ষা দিচ্ছে। এটাই কি প্রাপ্য?'

আইপ্যাকের বাচ্চা ছেলেরা রাজনীতি বোঝাবে? পিকের বিরুদ্ধে ফের বিদ্রোহ তৃণমূলে
ফাইল চিত্র।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: আবারও প্রশান্ত কিশোর (Prashant Kishore) -এর বিরুদ্ধে তৃণমূলে বিদ্রোহ। এবার বিদ্রোহী জলপাইগুড়ির তৃণমূল জেলা কমিটির যুগ্ম সম্পাদক বাবাই কর। এই মুহূর্তে তৃণমূলের সব থেকে বেশি চর্চিত নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)-এর অনুগামী হিসাবেই পরিচিত বাবাই। সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে বাবাই লেখেন, “১৯৯৮ সাল থেকে ২০২০। ২২ বছর তৃণমূল (Trinamool) করার পর আইপ্যাকের নামে কিছু বাচ্চা ছেলে এসে তৃণমূল কংগ্রেসের শিক্ষা দিচ্ছে। এটাই কি প্রাপ্য?”

তৃণমূলের ভোট কুশলী পিকেরই সংস্থা আইপ্যাক (I-PAC)। সূত্রের খবর, লোকসভা ভোটের পর থেকেই শাসকদলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির রূপরেখা তৈরি করে এই সংস্থা। আর তা নিয়ে প্রথম থেকেই তৃণমূলের একাধিক নেতৃত্ব সরব ছিলেন। সম্প্রতি প্রশান্ত কিশোরের বিরুদ্ধে সরব কন্ঠের সংখ্যা বেড়েই চলেছে।

আরও পড়ুন: ‘কে পিকে? ওর থেকে রাজনীতি শিখতে হবে’, বিদ্রোহ শুরু তৃণমূলের অন্দরে

শুধুমাত্র বুথ বা ব্লক স্তরের নেতারাই নন, বহু বিধায়ক-মন্ত্রীও প্রশান্ত কিশোর (Prashant Kishore)-এর ‘নির্দেশ’ মেনে কাজ করতে নারাজ। আইপ্যাক নিয়েও অভিযোগ তাঁদের। ইতিমধ্যেই মুর্শিদাবাদের হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, কোচবিহারের বিধায়ক মিহির গোস্বামী, সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া মুখ খুলেছেন প্রকাশ্যে। সেই সুরেই এবার সুর মেলালেন জলপাইগুড়ির আরও এক তৃণমূল নেতা।

Next Article