জলপাইগুড়ি: গ্যাসের পাইপ লাইন পাতার জন্য হাইড্রেনের মতো মাটি খোঁড়া হয়েছিল। এরপর দুপুরবেলা সেই সময় দুই নাবালক ড্রেনে নেমে বস্তায় করে এঁটেল মাটি সংগ্রহ করছিল। তখনই ঘটে বিপত্তি। আচমকাই মাটি ধসে পড়ল তাদের উপর। আর তারপর…
ঘটনাস্থল জলপাইগুড়ি পাহাড়পুর গ্রামপঞ্চায়েত এলাকা। সেখানে মাটি চাপা পড়ে গিয়েছিল দুই কিশোরের। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান গ্রামবাসীরা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি পাহাড়পুর গ্রামপঞ্চায়েত এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গেছে গ্যাসের পাইপ লাইন তৈরির জন্য জলপাইগুড়ি পাহাড়পুর এলাকায় মাটি খুঁড়ে হাই ড্রেনের মতো করা হয়েছে। শনিবার দুপুরে সেই ড্রেনে নেমে বস্তায় করে এঁটেল মাটি সংগ্রহ করছিল কয়েকজন কিশোর।
সেইসময় আচমকাই মাটির পার ধসে পড়ে তাদের উপর। আর এর ফলে চাপা পড়ে যায় দুই কিশোর। এরপর স্থানীয় বাসিন্দারা এসে তাদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে তারা।
এরপর আরও কেউ চাপা পড়ে আছে কি না তা দেখবার জন্য ড্রেনে নেমে খোঁজ চালাচ্ছেন গ্রামবাসীরা। পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশ ও দমকল কেন্দ্রে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা এসে দেখছি একজন একদিকে একটি বাচ্চাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে।আসলে কী ঘটেছে জানি না। এসে শুনি মাটি খুঁড়ছিল। সেই মাটি বাচ্চাগুলির উপরে পড়ে গিয়েছে। আমি প্রথমে শুনেছিলাম তিনজন চাপা পড়ছিল। তার মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”