Trinamool Congress: ভোটের আগেই বড় খেলা তৃণমূলের! ধূপগুড়িতে ডাবল সেঞ্চুরি

Trinamool Congress: যাঁরা দল বদলেছেন সেই তালিকায় সাধারণ তৃণমূল কর্মীরা যেমন রয়েছে তেমনই রয়েছে বিজেপির প্রাক্তন বুথ সভাপতি ফিরদৌস রহমান ছাড়াও নিতাই মন্ডল, দীপক রায়, বাদল সরকার ও শ্রীবাস বৈরাগীরাও।

Trinamool Congress: ভোটের আগেই বড় খেলা তৃণমূলের! ধূপগুড়িতে ডাবল সেঞ্চুরি
ধূপগুড়িতে হয়ে গেল বড় খেলা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 03, 2025 | 12:00 PM

কলকাতা: ভোটের দামামা বেজে গিয়েছে আগেই। চড়ছে রাজনীতির পারদ। এরইমধ্যে বিজেপি-সিপিএম ছেড়ে শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে। তাতেই এখন জোর চর্চা ধূপগুড়ির রাজনৈতিক মহলে। ধূপগুড়ি মহাকুমার ঝাড়আলতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মেরির পার এলাকায় বিজেপি ও সিপিএম ছেড়ে একঝাঁক পরিবার তৃণমূলে যোগ দিয়েছে। তৃণমূলের দাবি, ৫২টি পরিবার থেকে বিরোধী দলের প্রায় ২০০ কর্মী তাঁদের দলে যোগ দেন। 

যাঁরা দল বদলেছেন সেই তালিকায় সাধারণ তৃণমূল কর্মীরা যেমন রয়েছে তেমনই রয়েছে বিজেপির প্রাক্তন বুথ সভাপতি ফিরদৌস রহমান ছাড়াও নিতাই মন্ডল, দীপক রায়, বাদল সরকার ও শ্রীবাস বৈরাগীরাও। এদিন নতুন কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ধূপগুড়ির অধ্যাপক নির্মল চন্দ্র রায় এবং তৃনমুল যুব কংগ্রেসের জেলা জলপাইগুড়ি জেলা সভাপতি রামমোহন রায়। 

নতুন কর্মীদের পেয়ে উচ্ছ্বসিত নির্মল। বিজেপির তুলোধনা করে তিনি বলছেন, “মানুষ আর ভুয়ো প্রতিশ্রুতির রাজনীতি চায় না। কেন্দ্র ও বিজেপি সরকারের মিথ্যা আশ্বাসে ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের রাজনীতিকে বেছে নিচ্ছেন। আজকের এই যোগদান সেই পরিবর্তনের স্পষ্ট বার্তা।” 

একই সুর তৃণমুল যুব কংগ্রেসের জেলা সভাপতি রামমোহন রায়ের গলাতেও। তিনি বলছেন,“তৃণমূল কংগ্রেসই একমাত্র দল, যারা মানুষের পাশে থেকে কাজ করছে। বাংলার উন্নয়ন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। নতুন পরিবারগুলির যোগদান প্রমাণ করছে, গ্রামীণ স্তরে মানুষ তৃণমূলকেই ভরসা করছে।”