Dhupguri: ধূপগুড়িতে ঘুরে বেড়াচ্ছে বিশালকায় অচেনা জন্তু, ভয়ে ঘরে খিল এলাকাবাসীর

Rony Chowdhury | Edited By: জয়দীপ দাস

Mar 12, 2024 | 5:29 PM

Dhupguri: এলাকায় একটি পুকুর রয়েছে। সেই পুকুরের পাড়েও এক বিশালকায় জন্তুর পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। তাই কোনও এক জন্তু যে এলাকায় সকলের অন্তরালে ঘুরে বেড়াচ্ছে সে বিষয়ে নিশ্চিত এলাকার লোকজন।

Dhupguri: ধূপগুড়িতে ঘুরে বেড়াচ্ছে বিশালকায় অচেনা জন্তু, ভয়ে ঘরে খিল এলাকাবাসীর
ব্যাপক আতঙ্ক এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

ধূপগুড়ি: এলাকায় ঘুরে বেড়াচ্ছে বিশালাকার অচেনা জন্তু। মোবাইলে সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করে ফেলেছেন অনেকে। আতঙ্কের বাতাবরণ ধূপগুড়ির ঝুমুর এলাকায়। এলাকার লোকজন বলছেন, সোমবার বিকালের দিকে ওই এলাকায় থাকা কৃষি দফতরের দেওয়ালের উপর ঘুরতে দেখা গিয়েছে চিতা বাঘের মতো এক জন্তুকে। তবে চিতা বাঘই কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এরইমধ্যে আবার এলাকায় ভোটের ডিউটিতে এসে গিয়েছে আধা সেনা। কৃষি দফতরের পাশেই রয়েছেন সেনা জওয়ানরা। বন দফতরের কাছে খবর পৌঁছাতেই তাঁরাও ছুটে আসেন এলাকার কৃষি খামারে। কথা বলেন এলাকার লোকজনের সঙ্গে। 

এলাকায় একটি পুকুর রয়েছে। সেই পুকুরের পাড়েও এক বিশালকায় জন্তুর পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। তাই কোনও এক জন্তু যে এলাকায় সকলের অন্তরালে ঘুরে বেড়াচ্ছে সে বিষয়ে নিশ্চিত এলাকার লোকজন। বেড়েছে বন দফতরের হস্তক্ষেপ দাবি করেছেন। ইতিমধ্যেই এলাকায় বাঘ ধরার খাঁচা পাতা হয়েছে বন দফতরের তরফে। রাতে দেওয়া হচ্ছে ছাগলের টোপ। 

এলাকার বাসিন্দা মহম্মদ আমিরুল ইসলাম বলেন, “কৃষি খামারের কাছেই বাঘটাকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। একজন মোবাইলে ভিডিয়োও করেছিল। সবাইকে দেখিয়েছে। খবর চাউর হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বাচ্চারা স্কুলে যেতে চাইছে না। কেউ বাড়ির বাইরে বের হতে চাইছেন না। ভোটের জন্য যে ফোর্স এসেছে ওরাও আসে খবর পেয়ে। এখন তো বন দফতরের তরফ থেকে খাঁচা পাতা হয়েছে। দেখা যাক বাঘ ধরা পড়ে কিনা।”  

আর এক স্থানীয় বাসিন্দা গোপাল সরকার বলেন, “সোমবার বিকাল থেকেই বাঘটাকে দেখা গিয়েছে। মানুষ খুবই ভয়ে আছে। কেই কৃষি খামারের দিকে যেতে চাইছে না। বন দফতরের কর্মীরা দেখছেন। দেখা যাক কী হয়।” 

Next Article