কালিম্পঙে ভারী বৃষ্টি, জলের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু যুবকের

কালিম্পঙ (Kalimpong) -এ অতি ভারী বৃষ্টির জেরে জলস্ফীতি দেখা দিয়েছে মালবাজারের (Malbazar) ঘিস নদীতে। আর সেই নদী পার হয়ে জমিতে কাজ করতে যাওয়ার সময় ঘটে গেল মর্মান্তিক ঘটনা।

কালিম্পঙে ভারী বৃষ্টি, জলের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু যুবকের
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jun 25, 2021 | 9:49 PM

মালবাজার: কয়েকদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। কালিম্পঙ (Kalimpong) -এ অতি ভারী বৃষ্টির জেরে জলস্ফীতি দেখা দিয়েছে মালবাজারের (Malbazar) ঘিস নদীতে। আর সেই নদী পার হয়ে জমিতে কাজ করতে যাওয়ার সময় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। নদীর জলের স্রোতে ভেসে গেলেন এক যুবক। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালবাজারের বাবু জোত এলাকায়।

স্থানীয়দের দাবি, নদীতে জলস্রোত এতটাই ছিল প্রায় দু কিলোমিটার দূরে ভাসিয়ে নিয়ে যায় যুবক যশপাল লোহারকে। শেষে বাবুজোত এলাকায় নদী থেকে উদ্ধার হয় তাঁর দেহ। কিন্তু স্থানীয়রা যখন সেই দেহ খুঁজে পায় তার আগেই মারা গিয়েছেন যশপাল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যশপাল লোহার (২৮) নামের ওই যুবক বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের লিসরিভার চা বাগানের কলাগাইতি লাইনের বাসিন্দা। এদিন সকালে নিজের জমিতে কাজ করার জন্য প্রতিদিনের মতো ঘিস নদী পেরোতে যায় সে।

আরও পড়ুন: ১ কোটি টাকার বঞ্চনা করছে পুরনিগম! মন্দির নিয়ে রাজনীতির অভিযোগ জিতেনের 

কিন্তু গত রাতে পাহাড়ে বৃষ্টির কারণে ঘিস নদীর জল বেড়ে যাওয়ায় মুহূর্তের মধ্যে ওই খরস্রোতা নদীতে তলিয়ে যান যুবক। বাবুজোতর বাসিন্দা সাইনুল মহম্মদ, আলম মিঁয়া প্রমুখ নদীতে মৃতদেহ ভেসে যেতে দেখে সেটিকে উদ্ধার করে মাল থানায় খবর দেন। এর পর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর বন্দোবস্ত করে। গোটা ঘটনায় এলাকার শোকের ছায়া।

আরও পড়ুন: ‘সময় না দিয়েই দোকান বন্ধ করতে বলেছে পুলিশ’, তারকেশ্বরে কনটেনমেন্ট জ়োনে তুলকালাম