
জলপাইগুড়ি: অচেনা শিশুকন্যাকে চকোলেট কিনে দিতে চেয়েছিলেন। যুবকের খারাপ উদ্দেশ্য রয়েছে সন্দেহে তাঁকে বেধড়ক মারধর করলেন স্থানীয় বাসিন্দারা। আহত যুবককে উন্মত্ত জনতার হাত থেকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হল পুলিশও। ঘটনাটি জলপাইগুড়ির গয়েরকাটার। পুলিশ জানিয়েছে, আক্রান্ত যুবক মানসিক ভারসাম্যহীন।
এদিন বিকেলে গয়েরকাটা হিন্দুপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। গয়েরকাটার কোঙানগর কলোনির ২৩ বছরের যুবক সৌরভ রায় ঘুরতে ঘুরতে ঢুকে পড়েন গয়েরকাটা চা বাগানের হিন্দুপাড়া ডিভিশনে। স্থানীয় সূত্রে খবর, সেখানকার বছর তিনেকের এক শিশুকন্যাকে চকোলেট কিনে দেওয়ার কথা বলেন সৌরভ। তাতেই সন্দেহ ছড়ায়। কেউ অনুমান করেন, সৌরভ পাচারকারী। কারও সন্দেহ হয়, ওই যুবকের খারাপ মতলব রয়েছে। মুহূর্তের মধ্যে ক্ষুব্ধ জনতা সৌরভকে ঘিরে ধরে।
জিজ্ঞাসাবাদে ঠিকমতো জবাব দিতে না পারায় শুরু হয় বেধড়ক মারধর। লাঠি, ঘুষি, লাথির আঘাতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি ফাঁড়ি ও বানারহাট থানার পুলিশ। তবে পরিস্থিতি সামাল দিতে গিয়েও বিপাকে পড়তে হয় তাদের। উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন কয়েকজন পুলিশকর্মীও। শেষ পর্যন্ত কোনওরকমে আহত যুবককে উদ্ধার করে পুলিশ ভ্যানে তোলা হয়।
গণপিটুনির ঘটনায় আহত সৌরভকে নিয়ে যাওয়া হয় বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।