জলপাইগুড়ি: নজরে পঞ্চায়েত নির্বাচন। তার আগে মালবাজার সফরে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেপ্টেম্বর মাসে সভা করবেন মাল বাজারে, জানালেন আইএনটিটিইউসি জেলা সভাপতি রাজেশ বাকরা। আসন্ন গ্রাম পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ঘর গোছাতে ময়দানে নেমে পড়েছেন তৃণমূল নেতৃত্ব।
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলায় ধরাশায়ী হয়েছিল তৃণমূল। ভোটব্যাঙ্ক ব্যাপক ধাক্কা খায় চা বলয়ে। বিধাননগর ভোটের নিরিখেও চালসা চা বাগানে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। বিজেপির অন্যতম গড় হল চালসা চা বাগান। চলতি মাসেই উত্তরবঙ্গের তিন জেলা, দার্জিলিঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের তৃণমূল নেতৃত্বকে বৈঠকে বসেছিলেন অভিষেক। ব্লক স্তরে নতুন কমিটি তৈরির আগে জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অভিষেক। সূত্রের খবর, ৭৮টি চা বাগানে ৭৮টি প্রস্তুতি বৈঠক করার পরিকল্পনা করছেন অভিষেক।
পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ করাতে চান অভিষেক। তবে যাতে তৃণমূলের কোনও নেতা নিজেদের প্রভাব বিস্তার না করেন, সেদিকে নজর দেওয়ার নির্দেশ আগেই দিয়েছেন তিনি। দলের ভাবমূর্তি বজায় রাখার ওপর জোর দিচ্ছেন অভিষেক।
আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর মালবাজারে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কর্মী সমাবেশ হবে। সেই সমাবেশে প্রধান বক্তা হিসেবে আসার কথা রয়েছে অভিষেকের। সেই উপলক্ষে প্রস্তুতি সভা করা হয়েছে।
বিজেপি গড়ে এবার শ্রমিক সংগঠনের সম্মেলনকে সামনে রেখে সভা করে তৃণমূল।অভিষেকের আসার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই।