ধূপগুড়ি: টিভি ৯ বাংলার খবরের জের। সরকারি জায়গা থেকে গাছ চুরির ঘটনা প্রকাশ্যে আনতেই নড়েচড়ে বসল বনদফতর। বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত জায়গা থেকে গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে সেই জায়গা গুলি সরজমিনে খতিয়ে দেখেন মোরাঘাট রেঞ্জের আধিকারিকরা। এমনকী কেটে নিয়ে যাওয়া গাছের মধ্যে দুটি গাছের কাটা অংশ বাজেয়াপ্ত করেন মরাঘাট রেঞ্জের বনকর্মীরা।
এ দিন, বনদফতরের আধিকারিকদের সঙ্গে ছিলেন বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবু তাহের। এ দিকে বাকি গাছের কাটা অংশগুলি কোথায় রয়েছে বা কারাই কেটে নিয়ে গিয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে বনদফতর।
প্রসঙ্গত, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া কদমতলা থেকে জলঢাকা পর্যন্ত পাঁচ কিলোমিটার জেলা পরিষদ সড়কের দুপাশে রয়েছে বহু মূল্যবান গাছ। অভিযোগ, রাতের পাশাপাশি দিনের বেলাতেও দেদার সেগুন গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শাসকদলের নেতাদের একাংশের মদতে এই ঘটনা ঘটেছে অভিযোগ জানিয়েছিলেন বিরোধীরা। সেই খবর সম্প্রচার করেছিল টিভি ৯ বাংলা। এরপরই তৎপর হল প্রশাসন।