Potato Seeds: নকল আলুবীজে কৃষকদের সর্বনাশ, দোকানে হানা কৃষি দফতরের

Dhupguri: ধূপগুড়ি হাইস্কুল সংলগ্ন এক আলু বীজ বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে, নামী কোম্পানির নামে নিম্নমানের আলুর বীজ বিক্রি করা হচ্ছে। অভিযোগ পেয়ে তদন্তে নামে তারা। সিল করে দেওয়া হয় সেই দোকান। ধূপগুড়ির কৃষি অধিকর্তা তিলক বর্মনের নেতৃত্বে এই অভিযান চলে।

Potato Seeds: নকল আলুবীজে কৃষকদের সর্বনাশ, দোকানে হানা কৃষি দফতরের
নকল আলু বীজের ব্যবসার অভিযোগ। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Dec 04, 2023 | 9:16 PM

ধূপগুড়ি: ভেজাল আলু বীজের রমরমার অভিযোগ। আর সেই অভিযোগের সত্যতা যাচাই করতে ময়দানে নামল জেলা কৃষি দফতর। সোমবার ধূপগুড়িতে ভেজাল আলু বীজ বিক্রির অভিযোগে একটি আলু বীজের দোকান সিলও করে দেয় তারা। বেশ কিছুদিন আগে অভিযোগ ওঠে, খারাপ মানের আলুর বীজ বিক্রি করা হচ্ছে দোকানগুলিতে। তার জেরে সমস্যায় পড়ছেন গরিব কৃষকরা। খেটে আলুর বীজ রোপণ করছেন, তবে সেই বীজ পচছে মাটির তলাতেই। এরপরই অভিযানে নামে কৃষি দফতর। দোকানে দোকানে অভিযান, খতিয়ে দেখা হয় দোকানিদের কাগজপত্র।

ধূপগুড়ি হাইস্কুল সংলগ্ন এক আলু বীজ বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে, নামী কোম্পানির নামে নিম্নমানের আলুর বীজ বিক্রি করা হচ্ছে। অভিযোগ পেয়ে তদন্তে নামে তারা। সিল করে দেওয়া হয় সেই দোকান। ধূপগুড়ির কৃষি অধিকর্তা তিলক বর্মনের নেতৃত্বে এই অভিযান চলে।

যদি অভিযুক্ত ব্যবসায়ী অমৃতকুমার সরকারের দাবি, এক আলু ব্যবসায়ী তাঁর কাছে এগুলি গতরাতে রেখে যান। এরপর আর আসেননি। এদিকে কৃষি দফতরের দল এসে তাঁর দোকানে তালা ঝুলিয়ে দিল।

ধূপগুড়ি কৃষি অধিকর্তা তিলক বর্মনের বক্তব্য, উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি এবং একটি আলু বীজ সংস্থার তরফে অভিযোগ পান তাঁরা। খারাপমানের আলু বীজ বিক্রির অভিযোগ ছিল। প্রাথমিকভাবে এদিন দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে। তদন্তে প্রয়োজন হলে আরও কড়া পদক্ষেপ করা হবে।