নাগরাকাটা: অল্প বয়সি এক যুবককে নগ্ন করে গাছে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ। অভিযোগ, অন্য কয়েকজন যুবক মিলে ওই যুবককে নগ্ন করে একটি সুপারি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে। সেই মারধরের চোটেই যুবকের মৃত্যু হয় বলে দাবি পরিবারের। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটায় কূর্তি চা বাগান এলাকায়। মৃত যুবকের নাম কিষান কুমহার। বছর চব্বিশের কিষানকে আট জন যুবক মিলে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ পরিবারের।
পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই আট জন অভিযুক্তের মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করেছে নাগরাকাটা থানার পুলিশ। বাকিদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিনের তদন্তের অগ্রগতি প্রসঙ্গে নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার জানান, ‘অত্যন্ত নিন্দনীয় ঘটনা। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজেও চিরুণি তল্লাশি শুরু হয়েছে।’ আইন অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। পরিবারের অভিযোগ, ঘটনায় মূল অভিযুক্ত এক যুবকের সঙ্গে মৃতের পুরনো শত্রুতা ছিল। সেই আক্রোশ থেকেই খুন বলে সন্দেহ পরিবারের। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
এদিকে জানা যাচ্ছে, মৃত ওই যুবকের বাড়ি কূর্তি চা বাগান এলাকায় হলেও, তাঁর স্ত্রীর বাড়ি ভগতপুর চা বাগান এলাকায়। কিছুদিন আগে শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজনে কিষানের স্ত্রী বাপের বাড়িতে গিয়ে থাকছিলেন। স্ত্রীর অভিযোগ, গতরাতে অভিযুক্তরা প্রথমে ভগতপুর চা বাগান এলাকায় তাঁর বাপের বাড়িতে গিয়েছিল কিষানের খোঁজ করতে। সেখানে না পেয়ে তারপর কূর্তি চা বাগানে কিষানের বাড়িতে যায়। কিষানের মা জানাচ্ছেন, গতরাতে আট জন যুবক চড়াও হয়েছিলেন তাঁদের বাড়িতে। কিষানকে বাড়ি থেকে বের করে বেধড়ক মারধর করে অভিযুক্তরা। তিনি বাধা দিতে গেলে, তাঁকে ধরেও মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম সাজার দাবি তুলেছেন পরিবারের লোকেরা।