Shahjahan: শাহজাহানের পকেটেই ছিল বন্দুক, আচমকা ভরা হাটে তাক করতেই…

Rony Chowdhury | Edited By: সায়নী জোয়ারদার

May 12, 2024 | 5:40 PM

Dhupguri: অভিযোগ, সালিশি সভা চলাকালীন হঠাৎইই শাহজাহান কোমর থেকে বন্দুক বের করে হুমকি দেন। এদিকে এমন উদ্ধত বন্দুক দেখে তো ঘাবড়ে যান উপস্থিত সকলে। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। খবর পেয়ে ছুটে যান ধূপগুড়ি থানার পুলিশ। যান ধূপগুড়ি থানার আইসি নিজেই। এরপর এলাকার লোকজনই পুলিশের হাতে তুলে দেন শাহজাহানকে।

Shahjahan: শাহজাহানের পকেটেই ছিল বন্দুক, আচমকা ভরা হাটে তাক করতেই...
রাজ্য পুলিশের জন্য বড় ঘোষণা
Image Credit source: TV9 Bangla

Follow Us

ধূপগুড়ি: উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালির এক শাহজাহান তো দেশজুড়ে হইচই ফেলে দিয়েছেন। এরইমধ্যে আরও এক শাহজাহানের খোঁজ মিলল ধূপগুড়ির ব্লকের গাদং-১ গ্রামপঞ্চায়েতের কাজিপাড়ায়। ইনি শাহজাহান আলম। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সালিশি সভায় ঢুকে হাতে বন্দুক নিয়ে হুমকি দেওয়ার। সে এক হইহই কাণ্ড এলাকায়। আপাতত ধূপগুড়ি থানার পুলিশ তাঁকে আটক করেছে।

জমি বিবাদ নিয়ে এলাকায় বসেছিল সালিশি সভা। অভিযোগ সেখানেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেন স্থানীয় যুবক শাজাহান আলম। অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিবেশির সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল শাহজাহান আলমের। সেই বিবাদের মীমাংসা করতে ডাকা হয় সালিশি সভা। উপস্থিত ছিলেন গ্রামপঞ্চায়েতের সদস্য, অঞ্চলের প্রধান-সহ অন্যান্য।

অভিযোগ, সালিশি সভা চলাকালীন হঠাৎইই শাহজাহান কোমর থেকে বন্দুক বের করে হুমকি দেন। এদিকে এমন উদ্ধত বন্দুক দেখে তো ঘাবড়ে যান উপস্থিত সকলে। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। খবর পেয়ে ছুটে যান ধূপগুড়ি থানার পুলিশ। যান ধূপগুড়ি থানার আইসি নিজেই। এরপর এলাকার লোকজনই পুলিশের হাতে তুলে দেন শাহজাহানকে।

স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, “জমি নিয়ে একটা মাপামাপি চলছিল। পাঁচ ছ’দিন আমরা এ নিয়ে বসিও। আজ একটা সিদ্ধান্তে আসা যেত। আমরা সমস্যা মেটানোর চেষ্টাও করছিলাম সমস্যা সমাধানের। কাগজপত্র দেখার সময় হঠাৎই শাহজাহান নামের ছেলেটা কাগজ ছিড়ে ফেলল। এরপরই পকেট থেকে রিভলভার বের করে নিল। এবার সে আসল নাকি নকল জানি না।” তিনি জানান, এখানে একজনের জমি ছিল। তিনি বেশির ভাগই বিক্রি করে দিয়েছেন। তবে ওনার ছেলেরা এসে কাগজ দেখতে চান কোন জমি কী রেকর্ড, কে নিয়েছে। শেষ অবধি এই পরিস্থিতি হল।