ভর সন্ধ্যায় কৃষ্ণচূড়ার ডাল থেকে ঝুলছে দু’টো পা, সামনে যেতেই চোখ কপালে উঠল স্থানীয়দের

পরিস্থিতি বেগতিক বুঝে স্থানীয় পঞ্চায়েতে (Gram Panchayet) জানানো হয়। পঞ্চায়েত খবর দেয় পুলিশকে।

ভর সন্ধ্যায় কৃষ্ণচূড়ার ডাল থেকে ঝুলছে দু'টো পা, সামনে যেতেই চোখ কপালে উঠল স্থানীয়দের
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: May 11, 2021 | 7:04 AM

জলপাইগুড়ি: পুলিশ (Police) ও দমকল কর্মীদের সঙ্গে টানা চার ঘণ্টা চোর পুলিশ খেললেন মানসিক ভারসাম্যহীন এক যুবক।

সোমবার সন্ধ্যায় রাজগঞ্জ ব্লকের চিন্তামোহন হাই স্কুলের কৃষ্ণচূড়া গাছের ডালের উপর এক যুবককে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা যুবককে নিচে নেমে আসার কথা বললে, তিনি একেবারে গাছের মগ ডালে উঠে পড়েন। পরিস্থিতি বেগতিক বুঝে স্থানীয় পঞ্চায়েতকে জানানো হয়। পঞ্চায়েত খবর দেয় পুলিশকে।

খবর পেয়ে ছুটে আসে পুলিশ। প্রথমে গাছ থেকে নেমে আসার জন্য ওই যুবককে বহু অনুনয় বিনয় করে পুলিশ। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। এরপরই দমকলে যোগাযোগ করে পুলিশ। এদিকে ততক্ষণে এক যুবকের এমন কাণ্ডের খবর ছড়িয়ে গিয়েছে এলাকায়। লোকজন ভিড় জমাতে শুরু করেন।

আরও পড়ুন: হাসপাতালের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, তুলকালাম নরেন্দ্রপুরে

তড়িঘড়ি দমকলের কর্মীরা এসে মই বেয়ে গাছের উপরে উঠলে সেখানেও নাকানি চোবানি খেতে হয় তাঁদের। ওই যুবক এক ডাল থেকে অন্য ডালে চলে যান। এ ভাবে প্রায় ঘণ্টা চারেক চলে চোর পুলিশ খেলা। এরপর কয়েকজন দমকল কর্মী গাছের উল্টো দিক দিয়ে উপরে উঠে তাঁকে চেপে ধরে চ্যাংদোলা করে নিচে নামায়।

স্থানীয় পঞ্চায়েত সদস্য তুষার দত্ত টেলিফোনে জানান, সন্ধ্যায় খবর পাওয়ার পরই আমি বিষয়টি পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থলে আসার পর দমকল কর্মীদের খবর দিলে তাদের প্রচেষ্টায় চার ঘণ্টা পর সেই যুবককে নামানো হয়। যুবকের পরিচয় জানা যায়নি। পুলিশের সন্দেহ যুবক মানসিক ভারসাম্যহীন। তাঁকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।