Kolkata Knight Riders: কলকাতা নয় রাজ্যে আর এক ‘ইডেন’, নাইটদের জয়ে শনির রাতে যেন অকাল দিপাবলী

Kolkata Knight Riders: মাঠে বসানো হয়েছে ৩৮/২০ ফুটের দৈতাকার এলইডি স্ক্রিন। সেখানেই চলল খেলা। কেকেআর এর লোগো দেওয়া জার্সি, ফ্ল্যাগ হাতে উপচে পড়ল মানুষের ঢল। মিলন সংঘ ময়দান যেন হয়ে উঠল ছোটখাটো ইডেন।

Kolkata Knight Riders: কলকাতা নয় রাজ্যে আর এক ‘ইডেন’, নাইটদের জয়ে শনির রাতে যেন অকাল দিপাবলী
উপচে পড়ল ভিড় Image Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 12, 2024 | 9:20 AM

জলপাইগুড়ি: আয়োজন চলছিল বিগত কয়েকদিন ধরেই। চর্চাও ছিল তুঙ্গে। ম্যাচটা যখন শুরু হল তখন তিল ধারনের জায়গা নেই। শনিবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে খেলা ছিল মুম্বই ইন্ডিয়ান্স-কলকাতা নাইট রাইডার্সের। জমজমাট এই খেলা দেখতে ভিড় উপচে পড়ল জলপাইগুড়ি মিলন সংঘ ময়দানের IPL ফ্যান পার্কে। বিকাল থেকেই জেলার দূরদূরান্ত থেকে আসা ক্রিকেটপ্রেমীদের ভিড় জমতে থাকে ফ্যান পার্কে। ট্র্যাফিকের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।  

মাঠে বসানো হয়েছে ৩৮/২০ ফুটের দৈতাকার এলইডি স্ক্রিন। সেখানেই চলল খেলা। কেকেআর এর লোগো দেওয়া জার্সি, ফ্ল্যাগ হাতে উপচে পড়ল মানুষের ঢল। মিলন সংঘ ময়দান যেন হয়ে উঠল ছোটখাটো ইডেন। যা দেখে উচ্ছ্বসিত আয়োজক সংস্থা। এই প্রথম জলপাইগুড়িতে বিসিসিআই এবং জেলা ক্রীড়া সংস্থার তরফে আয়োজন করা হয়েছে IPL ফ্যান পার্কের। ঢুকতে লাগছে না কোনও টিকিট। পানীয় জল থেকে টয়লেট, সব কিছুরই যথাযথ ব্যবস্থা করা হয়েছে। 

এদিকে শনিবার সন্ধ্যায় কলকাতায় নামে বৃষ্টি। তার জেরে ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হয়। কিন্তু তাতে আনন্দে খামতি ছিল না ফ্যানেদের মধ্যে। যদিও শেষ হাসি হাসে নাইট রাইডার্সরাই। দেবু দত্ত, বিপাশা রায়েরা জানান মাঠে যেতে পারিনি। কিন্তু, ফ্যান পার্কে এসে মনে হচ্ছে স্টেডিয়ামে বসে খেলা দেখছি। দারুন আয়োজন হয়েছে। আয়োজক সংস্থাকে ধন্যবাদ। 

জলপাইগুড়ি DSA সচিব কুমার দত্ত জানিয়েছেন ফ্যান পার্কে খেলা প্রেমী মানুষের ভিড় দেখে সত্যিই আমরা খুবই আনন্দিত। এদিন আমরা ৭ হাজার ফ্রি কুপন দিয়েছি। এরপর কুপন শেষ হয়ে গেলেও মানুষ আসতেই থাকে। রবিবার ফের খেলা রয়েছে। আশা করছি এমন ভিড় আবার হবে। যেভাবে মানুষ সুশৃঙ্খল ভাবে খেলা উপভোগ করেছেন তা দেখে আমরা অভিভূত। রবিবার জলপাইগুড়ি ফ্যান পার্কে উপস্থিত থাকবেন অভিষেক ডালমিয়া।