জলপাইগুড়ি: আবার বন্ধ হল চা বাগান। মঙ্গলবারই বন্ধ হওয়া তিনটি চা বাগান পুনরায় খুলে গিয়েছিল। একদিকে যখন তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে আবার এক চা বাগান বন্ধের খবর প্রকাশ্যে এল। জানা গিয়েছে, ডুয়ার্সের সামসিং নামের এই চা বাগানটি আর্থিক অনটনের জন্য বন্ধ হয়ে গিয়েছে। যার জেরে কর্মহীন প্রায় ১২০০ শ্রমিক।
জানা গিয়েছে, বাগানের কাজের জন্য গিয়েছিলেন শ্রমিকরা। গিয়ে দেখেন গেটে তালা। কর্তৃপক্ষ বাগান বন্ধের নোটিস দিয়েছে। সেখানে লেখা রয়েছে, চা বাগান আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দিন-দিন সমস্যা বাড়ছে চা বাগানের। এরপরও বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরি সহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে আসছেন। কিন্তু এখন পরিস্থিতি খারাপ। তাই বাগান বন্ধ করে দিতে বাধ্য হলেন তারা।
বাগান বন্ধের নোটিশ পেয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা জলপাইগুড়ির ডিএলসি অফিসে যান। তবে বাগানের শ্রমিকদের কোনও বিক্ষোভ না থাকায় শ্রমিকদের বক্তব্য পাওয়া যায়নি। শ্রমিক নেতারাও বাইরে থাকায় তাঁদের বক্তব্য মেলেনি।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে পুজোর বোনাসের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখান চা বাগানের শ্রমিকরা। ২০ শতাংশ বোনাসের দাবি জানাতে থাকেন তাঁরা। এরপর থেকে একের পর এক চা বাগান বন্ধের খবর উঠে আসে। যদিও, গতকাল বন্ধ হয়ে যাওয়া তিন চা বাগান আবার খুলে যাওয়ায় পুজোর মুখে হাসি ফুটেছিল প্রচুর পরিবারের মুখে। কিন্তু এই ১২০০ শ্রমিকের ভবিষ্যত কী হবে তা জানতে পারা যায়নি।