Banarhat: গাড়ি থেকে ছিটকে পড়েছিলেন, পা গিয়েছিল আটকে, হাঁটু থেকে বাদ গেল সবটা!

Banarhat: তিনজন একটি পিকআপ ভ্যানে করে বানারহাটের দিকে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, করুনাকান্ত রায়ের বাঁ পা হাঁটুর নীচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বাকিদের শরীরেও একাধিক গুরুতর চোট লাগে।

Banarhat: গাড়ি থেকে ছিটকে পড়েছিলেন, পা গিয়েছিল আটকে,  হাঁটু থেকে বাদ গেল সবটা!
এলাকায় দুর্ঘটনাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 13, 2025 | 7:49 PM

বানারহাট :  দুর্ঘটনার পর গাড়ি থেকে ছিটকে পড়ে যান। কিন্তু পা আটকে যায় গাড়ির নীচে। হাঁটুর নীচ থেকে বাদ পড়ে যায় পা! রেডব্যাঙ্ক ও দেবপাড়া চা বাগানের মাঝে ১৭ নম্বর জাতীয় সড়কে  ভয়ঙ্কর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি পিক আপ ভ্যান। গুরুতর জখম হন তিন জন। আহতদের মধ্যে রয়েছেন মেটেলি বাজারের বাসিন্দা করুণাকান্ত রায় এবং নাগেশ্বরী চা বাগানের রাজ শর্মা ও সোহন লোহারা।

জানা গিয়েছে, তিনজন একটি পিকআপ ভ্যানে করে বানারহাটের দিকে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, করুনাকান্ত রায়ের বাঁ পা হাঁটুর নীচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বাকিদের শরীরেও একাধিক গুরুতর চোট লাগে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বানারহাট থানার পুলিশ। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে বানারহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তিনজনকেই শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল তা জানতে খতিয়ে দেখা হচ্ছে রাস্তার অবস্থা ও গাড়ির গতি।