BJP: ফের প্রকাশ্যে BJP-র গোষ্ঠী কোন্দল, পার্টি অফিস ঘেরাওয়ের ডাক বিক্ষুব্ধ নেতার
BJP: এ দিন, অলোক চক্রবর্তী বলেন, "নব নির্বাচিত জেলা সভাপতি শ্যামল রায় গত লোকসভা নির্বাচনে কনভেনার ছিলেন। তিনি সহ কয়েকজন মিলে আর্থিক তছরুপ করেছেন। তাই এমন লোক ক্ষমতায় আসলে ২৬ শে ক্ষমতায় আসা তো দূরের কথা। আসন জেতাই মুশকিল হয়ে যাবে।"

জলপাইগুড়ি: ছাব্বিশের ভোটে বিজেপির গোষ্ঠী কোন্দল। নবনির্বাচিত বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দলীয় কার্যালয় ঘেরাও করার ডাক দিল বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী। রবিবার বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয় ঘেরাওয়ের ডাক বিক্ষুব্ধ বিজেপি নেতা অলোক চক্রবর্তী।
এ দিন, অলোক চক্রবর্তী বলেন, “নব নির্বাচিত জেলা সভাপতি শ্যামল রায় গত লোকসভা নির্বাচনে কনভেনার ছিলেন। তিনি সহ কয়েকজন মিলে আর্থিক তছরুপ করেছেন। তাই এমন লোক ক্ষমতায় আসলে ২৬ শে ক্ষমতায় আসা তো দূরের কথা। আসন জেতাই মুশকিল হয়ে যাবে।” সেই কারণে জেলা সভাপতি পরিবর্তনের দাবিতে আগামিকাল বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয় ঘেরাওয়ের করতে সর্বস্তরের কর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে বিজেপির জলপাইগুড়ি বিধানসভার ইনচার্জ সৌজিত সিংহ বলেন, “এই উক্তি কোনও শৃঙ্খলাবদ্ধ বিজেপি কর্মী বা নেতৃত্ব করে না। তবে সর্ষের মধ্যে ভূত থাকে। সব দলেই আছে। বিজেপিতেও আছে। কারোও ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে। তা আলোচনা সাপেক্ষে মিটিয়ে নেওয়া যাবে। তবে আমি আশাবাদী নতুন জেলা সভাপতি ক্ষোভ বিক্ষোভ মিটিয়ে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবে।”
প্রসঙ্গত উল্লেখ্য,একুশের বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণার পর এক গোষ্ঠী বিজেপি জেলা কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছিল। এরপর দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি জেলা কার্যালয়ের সামনে একাধিক পোস্টার পড়েছিল। এবার নতুন জেলা সভাপতি ঘোষণার পর ফের গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দিল।





