Elephant Attack: খুট্টিমারির জঙ্গলে উদ্ধার নিখোঁজ যুবকের দেহ, হাতির হামলাতেই মৃত্যু?

Elephant Attack: প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হাতির হামলায় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Elephant Attack: খুট্টিমারির জঙ্গলে উদ্ধার নিখোঁজ যুবকের দেহ, হাতির হামলাতেই মৃত্যু?

| Edited By: Soumya Saha

Feb 13, 2023 | 11:25 PM

ধূপগুড়ি: জঙ্গল থেকে উদ্ধার হল দুই দিন নিখোঁজ থাকা যুবকের দেহ (Body Found in Forest)। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গোঁসাইহাট এলাকায়। সেখানে খুট্টিমারি জঙ্গলে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায়। মৃত যুবকের নাম রঞ্জন রায় (৩০)। বাড়ি মধ্য খুট্টিমারি এলাকায়। খুট্টিমারি জঙ্গলের এসএমজি ৬ কম্পার্টমেন্টে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন বনকর্মীরা। দুপুরে জঙ্গলে রুটিন টহলদারি চালাচ্ছিলেন বনকর্মীরা। সেই সময়েই ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হাতির হামলায় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে,  রঞ্জন নামের ওই যুবক বিগত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছিল। সম্ভব্য সব জায়গায় খোঁজখবর করেও সব বৃথা যায়। কোনও সন্ধান পাওয়া যায়নি রঞ্জনের। এরপর পরিবারের তরফে ধূপগুড়ি থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। সেই মতো পুলিশকর্মীরাও খোঁজ শুরু করেছিলেন। এরইমধ্যে সোমবার দুপুরে গোসাঁইহাট জঙ্গলে রঞ্জনের দেহ উদ্ধার হয়। মৃতের শরীরে ক্ষত দেখে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, বন্যপ্রাণীর হানায় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। যদিও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ওই দেহ উদ্ধার করেছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে রঞ্জনের দেহ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

জঙ্গল থেকে দেহ উদ্ধারের ঘটনায় মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল জানিয়েছেন, এক যুবকের দেহ জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। ওই যুবক দু’দিন ধরে নিখোঁজ ছিল বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে বন্যপ্রাণী হামলায় মৃত্যু হয়েছে যুবকটির। এদিকে সোমবার দুপুরে জঙ্গল থেকে ওই যুবকের দেহ উদ্ধারে ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা নিয়ে সব দিক খতিয়ে দেখছেন আধিকারিকরা।