Awas Yojana: মমতার উত্তরবঙ্গ সফরের মাঝে আবাস তদন্তে জলপাইগুড়িতে কেন্দ্রীয় দল

Awas Yojana: আবাস যোজনার তদন্ত করতে ৪ দিনের সফরে জলপাইগুড়িতে এল ২ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। শুক্রবার সন্ধ্যায় দলটি জলপাইগুড়ি এসে পৌঁছায়। এদিকে বর্তমানে আবার উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Awas Yojana: মমতার উত্তরবঙ্গ সফরের মাঝে আবাস তদন্তে জলপাইগুড়িতে কেন্দ্রীয় দল
জলপাইগুড়িতে কেন্দ্রীয় প্রতিনিধি দলImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2023 | 9:37 PM

জলপাইগুড়ি: প্রধানমন্ত্রী আবাস‌ যোজনা‌ প্রকল্পের কাজ কতটা সঠিকভাবে হয়েছে তা‌ খতিয়ে দেখতে আচমকাই জলপাইগুড়িতে‌ এলেন কেন্দ্রীয় সরকারের একটি দল‌। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর চলাকালীন সময়ে শুক্রবার সন্ধ্যায় আচমকাই জলপাইগুড়িতে‌ আসেন‌ তাঁরা। সূত্রের খবর, চারদিনের সফরে জলপাইগুড়িতে এসেছে এই দুই সদস্যের প্রতিনিধি দল। আগামী ১০ তারিখ পর্যন্ত জেলার বিভিন্ন ব্লক পরিদর্শনে যাবেন তাঁরা, খবর মিলেছে এমনটাই। এদিন জলপাইগুড়ি শহরে এসেই তাঁরা চলে যান জেলা পরিষদ অফিসে। সেখানে তারা আধিকারিকদের সঙ্গে প্রাথমিক বৈঠকও করেন।

প্রধানমন্ত্রী আবাস‌ যোজনা নিয়ে রাজ্যে সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলি লাগাতার দুর্নীতির‌ অভিযোগ করে আসছে। তাঁদের স্পষ্ট অভিযোগ, নিয়ম‌ মেনে‌ আবাসের কাজ হয়নি। প্রকৃত প্রাপকদের এই প্রকল্পে বঞ্চিত করা হয়েছে। অন্যদিকে একশোদিনের কাজ, আবাসের টাকা নিয়ে লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আসছে ঘাসফুল শিবির। লাগাতার অবস্থান আন্দোলন চলছে। আন্দোলনের রেশ পৌঁছেছে দিল্লিতেও। 

এদিন জলপাইগুড়িতে এসেই কেন্দ্রীয় দলের এক সদস্য বলেন, আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত বিষয়ে  আজ এসে আধিকারিকদের সঙ্গে বৈঠক করলাম। আগামী তিন চার দিন এই জেলায় থাকব। কেন্দ্রীয় দলের আগমন প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, কেন্দ্রের দুজন‌ প্রতিনিধি এসেছেন। জানা যাচ্ছে জলপাইগুড়ি জেলা ক্রান্তি‌ ব্লক‌ ও জেলা সদরে প্রধানমন্ত্রী আবাস যোজনা‌ প্রকল্পের তথ্য সংগ্রহ করবেন তাঁরা। তবে তাঁদের জেলায় আবাসের কাজে কোনও ভুল খুঁজে পাওয়া যাবে না বলে দাবি করেছেন তিনি। সাফ বলছেন, তবে আমাদের জেলায় কোনও ত্রুটি খুঁজে পাবেন না ওঁরা।