
ধূপগুড়ি: চলন্ত বাইকে হামলা চিতাবাঘের। আহত সঞ্জয় ঠাকুর নামে এক বাইক চালক। ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির মাটিয়ালি ব্লকের বড়দিঘি চা বাগান থেকে বাতাবাড়ি ফার্ম বাজারে যাওয়ার চা বাগানের রাস্তায়। বাইক আরোহীর পায়ে থাবা বসিয়ে ফের চা বাগানে চলে যায় চিতাবাঘটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এদিন বড়দিঘি চা বাগানের বাসিন্দা পেশায় ক্ষৌরকার সঞ্জয় ঠাকুর সন্ধ্যায় নিজের বাইকে করে বাতাবাড়ি ফার্ম বাজারে যাচ্ছিলেন। ধীর গতিতেই ছিল বাইক। চা বাগানের রাস্তায় হঠাৎ একটি বড় চিতাবাঘ বের হয়ে তাঁর চলন্ত বাইকের ওপর হামলা চালায়। চিতাবাঘের হামলা বুঝতে পেরেও সঞ্জয় সাহস নিয়ে বাইক চালাতেই থাকে।
আহত ব্যক্তি জানিয়েছেন, চলন্ত অবস্থায় সঞ্জয় বাঁ পা দিয়ে চিতাবাঘটিকে লাথি মারেন তিনি। এরপর চিতাবাঘ ফের চা বাগানে পালিয়ে যায়। যদিও লাথি মারার সময় চিতাবাঘটি সঞ্জয়ের পায়ে থাবা বসিয়ে দেয়। ওই অবস্থায় সঞ্জয় বাতাবাড়ি ফার্ম বাজারে পেশায় শিক্ষক পারসরাম মাহালি তাকে তার বাইকেই চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে বাগানের অ্যাম্বুলেন্স সঞ্জয়কে তাঁর বাড়ি নিয়ে যায়।
সঞ্জয় বলেন, “হঠাৎ করেই চিতাবাঘটি আমার চলন্ত বাইকের ওপর হামলা চালায়। চলন্ত বাইক থেকেই লাথি মারার পর চিতাবাঘটি আবার চা বাগানে চলে যায়। এতদিন বাগানের রাস্তায় যাতায়াত করলেও এইরকম ঘটনার সম্মুখীন কোনওদিন হইনি।” এদিনের ঘটনায় সমগ্র চা বাগানে চিতাবাঘের আতঙ্ক তৈরি হয়েছে।