Indian Army Death: সানাইয়ের রেশ কাটেনি, প্রিয়তমার কাছে ফিরছে কাশ্মীরে শহিদ বাংলার জওয়ানের দেহ

Indian Army Death: জঙ্গি নিকেশ করতে শুক্রবার থেকে জম্মু কাশ্মীরে রাজৌরিতে ‘অপারেশন ত্রিনেত্র’ শুরু করেছে ভারতীয় সেনা। সেই অপারেশনেই ছিলেন সিদ্ধান্ত।

Indian Army Death: সানাইয়ের রেশ কাটেনি, প্রিয়তমার কাছে ফিরছে কাশ্মীরে শহিদ বাংলার জওয়ানের দেহ
শোকের ছায়া গোটা এলাকায়

| Edited By: সোমনাথ মিত্র

May 06, 2023 | 6:36 PM

দার্জিলিং: ঘরে নতুন বউ। বিয়ে হয়েছে কিছুদিন আগেই। শেষবার যখন বাড়ি এসেছিলেন তখন গোটা মহল্লায় বেজে উঠেছিল সানাইয়ের সুর। কে জানত তার কিছু সময়ের মধ্যে শোক সাগরে ভাসবে গোটা পাড়া। কে জানত নতুন জীবন শুরুর মুহূর্তেই শেষ হয়ে যাবে সবটা। সম্প্রতি জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) রাজৌরিতে জঙ্গিদের সঙ্গে প্রবল সংঘর্ষ হয় সেনার। তাতেই মৃত্যু হয় ৫ সেনা জওয়ানের। শহিদদের মধ্যে রয়েছেন বাঙালি জওয়ান সিদ্ধান্ত ছেত্রী (Siddhant Chettri)। বাড়ি দার্জিলিংয়ের (Darjeeling) পালবাজার ব্লকের নয়া নুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ছেলের আকস্মিক মৃত্যু ভেঙে পড়েছেন সিদ্ধান্তের পরিবারের সদস্যরা। শোকের আবহ গোটা এলাকাতেই। 

সূত্রের খবর, ২০১৯ সালে ভারতীয় সেনায় (Indian Army) যোগ দিয়েছিলেন ২৫ বছরের সিদ্ধান্ত। কাজে দক্ষতার জোরেই ২০২১ সালে রাইফেলম্যান হিসাবে উত্তীর্ণ হয়েছিলেন সিদ্ধান্ত। হয়েছিলেন প্যারা কমান্ডো বাহিনীর সদস্য। একাধিক জঙ্গি নিকেশ অভিযানেও যোগ দিয়েছিলেন বাংলার এই তরুণ। জঙ্গি নিকেশ করতে শুক্রবার থেকে জম্মু কাশ্মীরে রাজৌরিতে ‘অপারেশন ত্রিনেত্র’ শুরু করেছে ভারতীয় সেনা। সেই অপারেশনেই ছিলেন সিদ্ধান্ত। কে জানত রাজৌরিতে ঘাপটি মেরে থাকা জঙ্গিদলই শেষ ছোবলটা মারবে তাঁর জীবনে! আইডি বিস্ফোরণে হারিয়ে যাবেন চিরতরে! তাঁর মৃত্যুতে ইতিমধ্যেই গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

টুইটারে তিনি লিখেছেন, ‘দার্জিলিং বিজনবাড়ির বাসিন্দা তরুণ সেনা জওয়ান সিদ্ধান্ত ছেত্রীর মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। শুক্রবার জম্মু কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াই করার সময় সিদ্ধান্ত সহ পাঁচ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। জঙ্গিদের খতম করতে আমাদের জওয়ানরা নিজেদের জীবন বলিদান দিলেন। এই আত্মত্যাগ আমরা কখনও ভুলব না। আমি নিহত সেনা জওয়ানের পরিবারকে আমরা সমবেদনা জানাই।’