Mamata Banerjee: প্রার্থী ঘোষণার পর উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলবার পৌঁছবেন জলপাইগুড়িতে

রবিবার তৃণমূলের ব্রিগেড সমাবেশ ঘিরে উপচে পড়েছিল ভিড়। তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা হাজির ছিলেন সভামঞ্চে। ব্রিডেগ থেকেই আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বাংলার ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ঘাসফুল শিবির। প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই ভোটের আবহ যেন আরও জমে উঠেছে।

Mamata Banerjee: প্রার্থী ঘোষণার পর উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলবার পৌঁছবেন জলপাইগুড়িতে
মমতা বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Mar 11, 2024 | 7:09 AM

জলপাইগুড়ি: চলতি সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ মার্চ মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি যাবেন বলে তৃণণূল সূত্রে জানা গিয়েছে। জলপাইগুড়ি তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ মুখ্যমন্ত্রীর সফরের কথা রবিবার রাতে জানিয়েছেন। জানা গিয়েছে, ১২ মার্চ জলপাইগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ওই দিন রাতে থাকবেন উত্তরকন্যায়। বুধবার ১৩ মার্চ তিনি যাবেন ফুলবাড়ি। ফুলবাড়ির ভিডিওকন ময়দানে সরকারি কর্মসূচি রয়েছে। সেই সভা থেকেই একগুচ্ছ সরকারি পরিষেবা সাধারণ মানুষের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

রবিবার তৃণমূলের ব্রিগেড সমাবেশ ঘিরে উপচে পড়েছিল ভিড়। তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা হাজির ছিলেন সভামঞ্চে। ব্রিডেগ থেকেই আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বাংলার ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ঘাসফুল শিবির। প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই ভোটের আবহ যেন আরও জমে উঠেছে। কারণ ইতিমধ্যেই রাজ্যের ২০ টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। তার পর পশ্চিমবঙ্গের সব আসনেই প্রার্থী ঘোষণা করল তৃণমূল।

গত কয়েক সপ্তাহ ধরে একাধিকবার জেলা সফরে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। গত সপ্তাহেই তিনি মেদিনীপুর সফরে গিয়েছিলেন। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সভা করেছিলেন তিনি। তার আগে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী ঘোষণার পর এ বার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী।