Didir Doot: ‘দিদির দূত’ হয়ে এলাকায় যেতেই মন্ত্রীকে ঘিরে ধরলেন কলেজ পড়ুয়ারা, তারপর…
Dhupguri: বুধবার সেখানে কলেজের অধ্যক্ষসহ কলেজ পরিচালন সমিতির সভাপতি সহ কলেজের নানা সমস্যার কথা তুলে ধরেন মন্ত্রীর কাছে।
ধূপগুড়ি: ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে ‘দিদির দূত’ হয়ে প্রচারে গিয়ে কলেজ ছাত্রীদের ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী বুলু চিক বড়াইক। বুধবার রাজ্যের মন্ত্রী প্রথমে যান কালিবাড়ি মন্দিরে পুজো দিতে। এরপর সেখান থেকে চলে যান ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। এরপর সেখান থেকে সোজা চলে যান ধূপগুড়ি গার্লস কলেজে। অধ্যক্ষদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। বিভিন্ন দাবি দাওয়া তুলে দেন কলেজ কর্তৃপক্ষ মন্ত্রীর কাছে।
বুধবার সেখানে কলেজের অধ্যক্ষসহ কলেজ পরিচালন সমিতির সভাপতি সহ কলেজের নানা সমস্যার কথা তুলে ধরেন মন্ত্রীর কাছে। এমনকী করোনা কালে গার্লস কলেজকে সেফ হোম করা হয়েছিল। সেই সময় বিদ্যুতের বিল বকেয়া রয়ে যায় প্রায় চার লক্ষ টাকা। সেই টাকা পরিশোধের ব্যাপার নিয়েও মন্ত্রীকে জানানো হয়। বকেয়া বিল দ্রুত পরিশোধ না করলে কলেজের বিদ্যুৎসংযোগ কেটে দেওয়ার হুমকি দিয়েছে বিদ্যুৎ দফতর। অভিযোগ পাওয়ার পরেই মন্ত্রী কলেজ থেকেই জেলা শাসককে ফোন করেন এবং দ্রুত সমস্যা সমাধানের কথা বলেন।
কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সেরে যখন মন্ত্রী বেরিয়ে আসছিলেন দলীয় নেতা কর্মীদের সঙ্গে, ঠিক সেই মুহূর্তে কার্লস কলেজের ছাত্রীরা মন্ত্রীকে ঘিরে ধরেন। মন্ত্রীকে ঘিরে ধরে গার্লস কলেজের বেহাল রাস্তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। ছাত্রীরা অভিযোগ করেন ফালাকাটা সড়ক থেকে ধূপগুড়ি গার্লস কলেজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল। বড় বড় গর্ত তৈরি হয়েছে রাস্তায়। যার ফলের টোটো ছাত্রীদের নিয়ে কলেজে আসতে চায় না। যারা আসে তারা এলেও বাড়তি ভাড়াও দিতে হয় বলে অভিযোগ করেন ছাত্রীরা। সেই সাথে কলেজে একটি গার্লস হোস্টেল ওরা দাবি করা হয় ছাত্রীদের তরফে মন্ত্রীর কাছে। ছাত্রীদের ক্ষোভের মুখে পড়ে মন্ত্রী আশ্বস্ত করেন দ্রুত রাস্তা সংস্কারের ব্যাপারে পদক্ষেপ করা হবে।