
এসএসসি-র একাদশ-দ্বাদশ ও নবম-দশমের নিয়োগ প্রক্রিয়া চলছে। গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার প্রক্রিয়াও শুরু হয়েছে। এই পরীক্ষাগুলির পাশাপাশি আরও নিয়োগের খবর আপনার কাছে পৌঁছে দিচ্ছে টিভি৯ বাংলা। রাজ্যে সরকারের চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজের সুযোগ রয়েছে জলপাইগুড়ির জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে। চুক্তি ভিত্তিতে বিভিন্ন পদে ৪৮ জন কর্মী নিয়োগ করা হবে। আর সেইসব পদে ১৯ বছর বয়স থেকে ৬৭ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। জেনে নিন কতদিন পর্যন্ত আবেদন করা যাবে।
কীভাবে আবেদন করবেন?
জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর জন্য অনলাইনে আপনাকে আবেদন করতে হবে। www.jalpaigurihealth.com ওয়েবসাইটে গিয়ে প্রার্থীকে আবেদন জানাতে হবে। ১১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ পর্যন্ত আবেদন জানানো যাবে। ন্যাশনাল হেলথ মিশন, ন্যাশনাল আয়ুশ মিশন প্রোগ্রাম, ন্যাশনাল AIDS কন্ট্রোল প্রোগ্রাম এবং XVFC-HG প্রোগ্রামের অধীনে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান (NTEP ও HCP), মেডিক্যাল অফিসার, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (মেডিসিন)-সহ বিভিন্ন ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে।
কোনও কোনও ক্ষেত্রে ১৯ বছর হলেই আবেদন জানানো যাবে। কোনও কোনও নিয়োগের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৪০ বছর। আবার কোনও পদের জন্য ৬৭ বছর। কোনও পদের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। কোনও ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হবে। পূর্ব অভিজ্ঞতার জন্যও নম্বর রয়েছে।
আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা লাগবে। আর এসসি প্রার্থীদের ক্ষেত্রে তা ৫০ টাকা।