AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Recruitment: পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ হচ্ছে, কতদিন পর্যন্ত আবেদন করা যাবে?

Recruitment in district health and family welfare samity: চাকরিপ্রার্থীদের বয়সসীমা বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন। কোনও কোনও পদের ক্ষেত্রে ৬৭ বছরের প্রার্থীও আবেদন করতে পারবেন। আবার কোনও ক্ষেত্রে ৪০ বছর। আবার সংরক্ষিত প্রার্থীদের বয়সসীমায় ছাড় রয়েছে। কোনও পদের জন্য চাকরিপ্রার্থীদের শুধু ইন্টারভিউ নেওয়া হবে। আবার কোনও পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষাও হবে।

Recruitment: পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ হচ্ছে, কতদিন পর্যন্ত আবেদন করা যাবে?
৭ নভেম্বর পর্যন্ত আবেদন জানানো যাবেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 05, 2025 | 9:33 PM
Share

সরকারি চাকরি খুঁজছেন? স্থায়ী কিংবা চুক্তির ভিত্তিতে সরকারি চাকরি করতে চান? পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে চাকরির সুযোগ রয়েছে। চুক্তির ভিত্তিতে বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়ে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনলাইনে আবেদন জানাতে হবে। জেনে নিন, কোন পদে কারা আবেদন করতে পারবেন? শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় জেনে নিন।

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মোট ৩৬টি শূন্যপদে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। কী কী পদে নিয়োগ করা হবে? জানানো হয়েছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকোলজিস্ট, মাল্টিরিহ্যাবিলিটেশন ওয়ার্কার, স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, স্টাফ নার্স, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, মেডিক্যাল অফিসার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান), ব্লক ডেটা ম্যানেজার ও কাউন্সেলর পদে নিয়োগ করা হবে। জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ কবে?

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৭ নভেম্বর মধ্যরাত পর্যন্ত আবেদন জানানো যাবে। আবেদনমূল্য হিসেবে সাধারণ চাকরিপ্রার্থীদের ১০০ টাকা জমা দিতে হবে। আর সংরক্ষিত চাকরিপ্রার্থীদের ৫০ টাকা দিতে হবে। অনলাইনেই এই টাকা দিতে হবে।

চাকরিপ্রার্থীদের বয়সসীমা বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন। কোনও কোনও পদের ক্ষেত্রে ৬৭ বছরের প্রার্থীও আবেদন করতে পারবেন। আবার কোনও ক্ষেত্রে ৪০ বছর। আবার সংরক্ষিত প্রার্থীদের বয়সসীমায় ছাড় রয়েছে। কোনও পদের জন্য চাকরিপ্রার্থীদের শুধু ইন্টারভিউ নেওয়া হবে। আবার কোনও পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষাও হবে। চাকরিপ্রার্থীদের অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার উপর নম্বর রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে ফর্ম পূরণের সময় চাকরিপ্রার্থীদের সতর্ক থাকতে হবে। ফর্ম পূরণ অসম্পূর্ণ হলে তা বাতিল হবে। আবেদনকারীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অনলাইনে ৭ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা করা গেলেও ৬ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন ও ফি জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, আপাতত ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত এই চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। তারপর তা বাড়ানো হতে পারে। কবে ইন্টারভিউ হবে, কাদের ডাকা হবে, এই সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে দুটি ওয়েবসাইটে। আর সেই ওয়েবসাইট দুটি হল http://www.wbhealth.gov.in এবং http:/www.purbamedinipur.gov.in।