Dead Body recovered: প্রেমিকার সঙ্গে ঘুরতে বেরিয়ে ৫ দিন ধরে নিখোঁজ, শেষে জঙ্গলে মিলল কিশোরের দেহ

Rony Chowdhury | Edited By: সঞ্জয় পাইকার

Feb 12, 2025 | 9:08 AM

Dead Body recovered: মৃত কিশোরের দাদা মিনু খেরিয়া বলেন, "আমার ভাইয়ের সঙ্গে একটি মেয়ের প্রেম ছিল। কিন্তু, মেয়েটি তিনটি ছেলের সঙ্গে প্রেম করত। আমাদের সন্দেহ ভাইকে খুন করা হয়েছে। আমরা মেয়েটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করব।"

Dead Body recovered: প্রেমিকার সঙ্গে ঘুরতে বেরিয়ে ৫ দিন ধরে নিখোঁজ, শেষে জঙ্গলে মিলল কিশোরের দেহ
৫ দিন পর নিখোঁজ কিশোরের দেহ উদ্ধার

Follow Us

মেটেলি: প্রেমিকার সঙ্গে ঘুরতে বেরিয়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি। নিখোঁজ হওয়ার পাঁচদিন পর জঙ্গলে মিলল কিশোরের দেহ। মৃতের নাম মানুয়েল খেরিয়া (১৬)। জলপাইগুড়ির মেটেলি ব্লকের খোরিয়া বন্দর জঙ্গল থেকে তার দেহ উদ্ধার হয়। মৃত কিশোরের পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে মানুয়েলকে। আত্মহত্যা নাকি খুন, তদন্তে মেটেলি থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।পরিবারের দাবি খুন করা হয়েছে যুবককে।

মৃত কিশোরের বাড়ি মেটেলি ব্লকের উত্তর ধূপঝোড়া এলাকায়। গত ৭ ফেব্রুয়ারি মানুয়েল তার প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। এরপর থেকেই নিখোঁজ ছিল সে। স্থানীয়রা বলছেন, প্রেমিকাকে বাড়ি পৌঁছে দেওয়ার পর থেকে খোঁজ পাওয়া যায়নি তার। স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে তার মৃতদেহ দেখতে পায়। খবর চাউর হতেই প্রচুর মানুষ ভিড় জমায়।

খবর পেয়ে আসে মেটেলি থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় জলপাইগুড়িতে। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

মৃত কিশোরের দাদা মিনু খেরিয়া বলেন, “আমার ভাইয়ের সঙ্গে একটি মেয়ের প্রেম ছিল। কিন্তু, মেয়েটি তিনটি ছেলের সঙ্গে প্রেম করত। আমাদের সন্দেহ ভাইকে খুন করা হয়েছে। আমরা মেয়েটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করব।”

স্থানীয় পঞ্চায়েত সদস্য রজিও রায় বলেন, “মেয়েটির সঙ্গে ঘুরতে বেরোনোর পর থেকে আর ওই কিশোরের খোঁজ পাওয়া যায়নি। তার মোবাইলে ফোন করা হলে রিং হয়ে গিয়েছে। কেউ তোলেনি। এদিন জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহে এসে বাসিন্দারা তার মৃতদেহ দেখতে পায়। খুন বলে আমাদের সন্দেহ। পুলিশ ঘটনার তদন্ত করে দেখুক, কীভাবে তার মৃত্যু হয়েছে।”