Jalpaiguri: জল প্রকল্পের খোঁড়া গর্তে পড়ে মৃত্যু অশীতিপরের, ক্ষোভে ফুঁসছে পরিবার

Rony Chowdhury | Edited By: জয়দীপ দাস

Sep 29, 2023 | 10:50 PM

Jalpaiguri: মৃতের ছেলে নিতাই রায় জানাচ্ছেন, গরু বাঁধার জন্য তাঁর বাবা দক্ষিণ ধূপঝোরার দিকে যাচ্ছিলেন। তখনই পথে আচমকা গর্তের মধ্যে পড়ে যান। এদিকে বর্ষার জলে গর্তে তখন কাদায় ভর্তি। ফলে পড়ে যাওয়ার পরেই গর্তে পুঁতে যান ধীরেনবাবু।

Jalpaiguri: জল প্রকল্পের খোঁড়া গর্তে পড়ে মৃত্যু অশীতিপরের, ক্ষোভে ফুঁসছে পরিবার
শোরগোল গোটা এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

মেটেলি: বাড়ি বাড়ি জল প্রকল্পের কাজের জন্য বাড়ির পাশের রাস্তায় খোঁড়া হয়েছিল বড় গর্ত। বসেছিল পাইপ। কিন্তু, আর ভরাট করা হয়নি গর্ত। সেই গর্তে পড়েই মৃত্যু হল বৃদ্ধের। তাতেই ক্ষোভে ফুঁসছেন পরিবারের সদস্যরা। ঘটনা মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরা কায়েতপাড়া এলাকায়। খবর প্রকাশ্য়ে আসতেই তা নিয়ে ক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে গোটা এলাকায়। সকলেই বলছেন, যদি গর্ত ভরাট করা থাকত তাহলে এমনটা হত না। 

সূত্রের খবর, প্রায় চার থেকে পাঁচ মাস আগে ওই এলাকায় বাড়ি বাড়ি জল প্রকল্পের কাজ শুরু হয়। খুঁড়ে ফেলা হয় এলাকার বিভিন্ন রাস্তা, লোকালয়ের রাস্তা। বসানো হয় পাইপ। এলাকার বাসিন্দাদের অভিযোগ, তারপর থেকে বেহাল রাস্তার অবস্থা। বর্ষায় নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে সকলকে। থেকে যাচ্ছে বড়সড় বিপদের আশঙ্কা। ধূপঝোরা কায়েতপাড়া এলাকার বাসিন্দা ধীরেন রায় (৮০)। এদিন এই গর্তে পড়েই তাঁরই মৃত্যু হয়েছে। 

মৃতের ছেলে নিতাই রায় জানাচ্ছেন, গরু বাঁধার জন্য তাঁর বাবা দক্ষিণ ধূপঝোরার দিকে যাচ্ছিলেন। তখনই পথে আচমকা গর্তের মধ্যে পড়ে যান। এদিকে বর্ষার জলে গর্তে তখন কাদায় ভর্তি। ফলে পড়ে যাওয়ার পরেই গর্তে পুঁতে যান ধীরেনবাবু। ওইভাবেই দীর্ঘক্ষণ পড়েছিলেন। শেষে তাঁর চিৎকার শুনে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে। কিন্তু, শেষ রক্ষা হয়নি। প্রাণে বাঁচানো যায়নি তাঁকে। তাঁর ছেলের দাবি, দীর্ঘদিন থেকে ওই গর্ত হয়ে থাকলেও তা ভরাট হয়নি। প্রশাসনের লোকজনকে বারবার বলা হলেও কারও কোনও হেলদোল দেখা যায়নি।

Next Article