Dhupguri Accident: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, প্যান্ডেলের সামনেই গাড়ি চাপা পড়ে মৃত্যু তিনজনের

Dhupguri Accident: যে প্যান্ডেলের সামনে ঘটনাটি ঘটেছে, সেখানে বহু মানুষ ভিড় করেছিলেন। আচমকা একটি গাড়ি ঢুকে পড়ায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী।

Dhupguri Accident: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, প্যান্ডেলের সামনেই গাড়ি চাপা পড়ে মৃত্যু তিনজনের
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 02, 2025 | 8:41 PM

ধূপগুড়ি: দশমীর সন্ধ্যায় ঠাকুর দেখতে গিয়ে মৃত্যু হল তিনজনের, আহত অন্তত ৭। জলপাইগুড়ির ধূপগুড়ির ঘটনা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়া গাড়ি পিষে মেরেছে ওই তিন দর্শনার্থীকে।

ধূপগুড়ি শহরের ২ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। পুজোর রঙিন আলো আর ভিড়ের মাঝেই আচমকা দ্রুতগামী এক স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে যায় দোকান ও মণ্ডপের সামনে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড়ের দিকে। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় চারপাশ।

মৃতদের মধ্যে রয়েছেন সন্তোষ রায় (৪৫), শুনিল কুমার বিশ্বাস (৬৭) এবং ডোকসা রায় (৪০)। প্রত্যক্ষদর্শীদের দাবি, জলপাইগুড়ির দিক থেকে আসা গাড়িটি সজোরে প্রথমে একটি মোটরসাইকেল ও দু’টি সাইকেলে ধাক্কা মারে, তারপর পরপর দুটি দোকানের ভিতরে ঢুকে পড়ে সেই গাড়ি। দোকানে তখন চলছিল চায়ের আড্ডা। আর ঠিক সেই সময়ই ভয়ঙ্কর শব্দে ভেঙে পড়ে দোকানের কাঠামো। কয়েক সেকেন্ডের মধ্যেই আর্তনাদে ছেয়ে যায় গোটা এলাকা।

খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল কর্মীরা ছুটে যান। উদ্ধারকাজ শুরু করেন। দু’জন গাড়ির তলায় চাপা পড়ে থাকায়, ক্রেন ডেকে তাঁদের বের করতে হয়। রক্তাক্ত অবস্থায় মোট ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় থাকা কয়েকজনকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে একজন সিপিএম কর্মীও রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার। দুর্ঘটনার খবর ছড়াতেই শোক আর ক্ষোভে উত্তাল হয়ে ওঠে ধূপগুড়ি। পূজোর উৎসবের ভিড়ে এমন ভয়াবহ মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে গোটা শহর।