Dhupguri: ট্রেন ধরতে যাওয়ার পথে উল্টে গেল গাড়ি, গুরুতর আহত ৭ পর্যটক

Dhupguri: ডুয়ার্সের বাতাবাড়ি দিক থেকে আসা একটি পর্যটকদের বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।  গাড়ি থাকা ৭জন পর্যটকই গুরুতর আহত হন। গাড়ির গতিবেগ স্বাভাবিকের থেকে বেশি ছিল না। কিন্তু হঠাৎই করেই বাম দিকে হেলে পড়ে গাড়িটি।

Dhupguri: ট্রেন ধরতে যাওয়ার পথে উল্টে গেল গাড়ি, গুরুতর আহত ৭ পর্যটক
হাসপাতালের বাইরে পরিজনরাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 23, 2025 | 8:52 PM

ধূপগুড়ি:  দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি। গুরুতর আহত ৭ পর্যটক। আহতদের প্রত্যেকের বাড়ি বর্ধমানে।  ভোর ৩টে নাগাদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে ক্রান্তি ব্লকের মৌলানি ওভারব্রিজের সামনে। নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন ধরতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে সূত্রের খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ডুয়ার্সের বাতাবাড়ি দিক থেকে আসা একটি পর্যটকদের বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।  গাড়ি থাকা ৭জন পর্যটকই গুরুতর আহত হন। গাড়ির গতিবেগ স্বাভাবিকের থেকে বেশি ছিল না। কিন্তু হঠাৎই করেই বাম দিকে হেলে পড়ে গাড়িটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। মুহূর্তের মধ্যে উল্টে যায়।

দুর্ঘটনার তীব্রতা দেখে স্থানীয় বাসিন্দারা, পথচারীরাই উদ্ধারকার্যে এগিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঠিক সেই সময় রাস্তায় টহলদারি করছিলেন ক্রান্তি থানা ট্রাফিক ওসি। তিনিও তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন।

আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ওসি ফারুক আলম ও থানার ওসি কেটি লেপচা একযোগে নিজেদের পুলিশ ভ্যানে করে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। আহতরা জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে গাড়ির গতি, রাস্তার অবস্থা ও চালকের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।