Dhupguri: চাই আলাদা মহকুমা! মুখ্যমন্ত্রীর সফরের আগে পথে নামল ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 27, 2022 | 8:22 AM

Jalpaiguri: মহকুমা গঠনের জন্য যা যা প্রয়োজন তার সমস্তই রয়েছে ধূপগুড়িতে। দুটি ব্লক, দুটি থানা, চার লাখের বেশি জনসংখ্যা সমস্ত কিছুই।

Dhupguri: চাই আলাদা মহকুমা! মুখ্যমন্ত্রীর সফরের আগে পথে নামল ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ
পথে নাগরিক মঞ্চ (নিজস্ব ছবি)

Follow Us

জলপাইগুড়ি: আগামীকাল ফের উত্তরবঙ্গ যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে সেখানে পৌঁছবেন তিনি। চার দিনের এই সফরে তাঁর রয়েছে একাধিক কর্মসূচি। এদিকে, মুখ্যমন্ত্রীর এই সফরের আগে ফের জলপাইগুড়ির ধূপগুড়িকে মহকুমা করার দাবিতে আবারও পথে নামল ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। শনিবার সন্ধ্যায় এই নাগরিক মঞ্চের পক্ষ থেকে একটি মিছিল করা হয় শহরে। মিছিলটি গোটা ধূপগুড়ি শহর পরিক্রমা করে। মিছিলের শেষে শহরের প্রাণকেন্দ্র চৌপথিতে একটি পথসভাও করা হয়।

এই প্রথম নয়, এর আগেও ধূপগুড়িতে একাধিক কর্মসূচি নিয়েছিল ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। প্রায় ১০ বছর ধরে তারা দাবি তুলে আসছিল ধূপগুড়িকে মহকুমা এবং ধূপগুড়ি ব্লককে ভেঙে বানারহাটকে পৃথক ব্লক করতে হবে। ইতিমধ্যেই বানারহাট ব্লক গঠিত হয়েছে, তবে ধূপগুড়ি এবং বানারহাট ব্লককে নিয়ে ধূপগুড়ি মহকুমা আজও গঠন হয়নি।

উল্লেখ্য বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যের মুখ্যমন্ত্রী ধূপগুড়িতে এক রাজনৈতিক সভা থেকে ঘোষণা করেছিলেন যে ধূপগুড়িকে মহাকুমা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই সরকারি কাজ সম্পন্ন হলেই ধূপগুড়িকে মহাকুমা ঘোষণা করা হবে। বিধানসভা নির্বাচনের পর বেশ কয়েক মাস কেটে গিয়েছে। ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর সফরের মুখেই ফের আন্দোলনে ধূপগুড়ি মহাকুমার নাগরিক মঞ্চ।

ধূপগুড়িকে মহকুমা করার দাবিতে এদিনের এই মিছিল এবং পথসভায় দলমত নির্বিশেষে সাধারণ মানুষ পা মেলান। মিছিলের শেষে পথ সভায় বক্তব্য রাখেন ধূপগুড়ি মহাকুমার নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাসগুপ্ত, শিক্ষাবিদ জয় বসাক, বিশিষ্ট সাংবাদিক সপ্তর্ষি সরকার। ধূপগুড়িকে মহকুমা করার কারণ এবং গুরুত্বগুলি আলোচনা করেন।

উল্লেখ্য, মহকুমা গঠনের জন্য যা যা প্রয়োজন তার সমস্তই রয়েছে ধূপগুড়িতে। দুটি ব্লক, দুটি থানা, চার লাখের বেশি জনসংখ্যা সমস্ত কিছুই। তাই ধূপগুড়িকে মহকুমা গঠনের দাবি যথার্থ বলেই মনে করেন ওয়াকিবহাল মহল। অনিরুদ্ধ দাসগুপ্ত বলেন, “এর আগেও আমরা ধূপগুড়িকে মহকুমা করার দাবিতে আন্দোলন করেছি। আজ পথসভা করা হল, আগামীতে অনশন করার চিন্তাভাবনা নেওয়া হচ্ছে। মহকুমা নাগরিক মঞ্চ যৌথভাবে আলোচনা করে এমনটাই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধূপগুড়িকে মহাকুমা ঘোষণা না করা পর্যন্ত এই আন্দোলন চলবে।”

আরও পড়ুন: Jalpaiguri Suicide: ‘আমার স্বামীকে দলেরই লোকজন আত্মহত্যার প্ররোচনা দিচ্ছে’, বিস্ফোরক দাবি তৃণমূল কাউন্সিলরের

Next Article
Jalpaiguri Suicide: ‘আমার স্বামীকে দলেরই লোকজন আত্মহত্যার প্ররোচনা দিচ্ছে’, বিস্ফোরক দাবি তৃণমূল কাউন্সিলরের
Dhupguri BJP Leader Arrested: ধর্ষণের হুমকির পাশাপাশি ছিল হামলার অভিযোগ, বিজেপি নেতাকে গ্রেফতার করতেই মিলল…