গিয়েছিলেন টিকার প্রথম ডোজ় নিতে, মোবাইলে মেসেজ এল ‘দ্বিতীয় ডোজ় সফল’

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 08, 2021 | 8:25 PM

COVID Vaccine: পুর কর্তৃপক্ষ সাফ জানিয়েছেন, টিকায় কোনও ভুল নেই। শংসাপত্রে ভুল হয়েছে।

গিয়েছিলেন টিকার প্রথম ডোজ় নিতে, মোবাইলে মেসেজ এল দ্বিতীয় ডোজ় সফল
নিজস্ব চিত্র।

Follow Us

জলপাইগুড়ি: করোনার টিকার প্রথম ডোজ় নিতে গিয়েছিলেন। অথচ টিকা নেওয়ার পর শংসাপত্রে দেখেন, দ্বিতীয় ডোজ়ের উল্লেখ। এমনই অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে ধূপগুড়িততে। পুরভবনে টিকা নিতে গিয়েও এমন বিপত্তি কী ভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। টিকাগ্রহণের ওই শংসাপত্র দেখে তো চোখ কপালে ওঠার জোগাড় ওই যুবকের। যদিও পুর কর্তৃপক্ষ সাফ জানিয়েছেন, টিকায় কোনও ভুল নেই। শংসাপত্রে ভুল হয়েছে।

ধূপগুড়ি পুর ভবনে করোনার টিকাপ্রদান চলছে। বৃহস্পতিবার সেখানে টিকা নিতে যান ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজল ভাওয়াল। পুরসভার টোকেন নিয়ে এদিন ধূপগুড়ির ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত পুরভবনে কোভিশিল্ডের প্রথম ডোজ় নিতে গিয়েছিলেন। সব রকম নিয়ম মেনেই টিকা দেওয়া হয়। কিন্তু মেসেজ পেয়ে হতবাক হয়ে যান তিনি। সেখানে লেখা ছিল, কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ় সম্পন্ন হয়েছে। মেসেজ দেখেই আতঙ্কিত হয়ে পড়েন সজল।

সেখানকার সংশ্লিষ্ট কর্মীদের কাছে জানতে চান, কেন এই দ্বিতীয় ডোজ়ের মেসেজ এলো। তারা অবশ্য জানিয়েছে, ভুলবশত এমনটা হয়েছে। সজলের কথায়, “আমি টিকার প্রথম ডোজ় নিতে গিয়েছিলাম। আমাকে টিকা দেওয়াও হয়। এরপরই মেসেজ এল আমার টিকার দ্বিতীয় ডোজ় সফলতার সঙ্গেই দেওয়া হয়েছে। পরে ওখানকার লোকজনকে জানালে বলে মেসেজ ভুল গিয়েছে।”

আরও পড়ুন: বিধানসভায় কাণ্ড বটে! সব্বাইকে চমকে দিয়ে লক্ষ্মীবারের বাজেট আলোচনায় ‘হাজির’ সুকুমার রায়

এ বিষয়ে ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিং বলেন, “এখানে একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে। আমরা ধূপগুড়ি পুরসভার তরফে প্রথম ডোজ়ই দিয়েছি। দ্বিতীয় ডোজ়ের কোনও প্রশ্নই নেই। ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দফতর ও জেলাশাসকের সঙ্গে কথা হয়েছে। অনললাইনে যে সার্টিফিকেট এসেছে, তাও সংশোধন করে দেওয়া হচ্ছে।”

Next Article