Dooars Lottery: হোয়াটসঅ্যাপেই কোটিপতি! নাগরাকাটার ওমপ্রকাশে গল্প ঈর্ষা জাগাবে আপনার মনেও

Rony Chowdhury | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 16, 2023 | 5:09 PM

Dooars Lottery: শনিবার ওমপ্রকাশ ১২০ টাকার লটারি টিকিট কিনেছিলেন সামসের আলমের কাছ থেকে।

Dooars Lottery: হোয়াটসঅ্যাপেই কোটিপতি! নাগরাকাটার ওমপ্রকাশে গল্প ঈর্ষা জাগাবে আপনার মনেও
লটারি বিজেতা ওমপ্রকাশ

Follow Us

ডুয়ার্স: হোয়াটসঅ্যাপে কোটিপতি! শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছে নাগরাকাটায়। দিল্লিতে বসে অনলাইনে হোয়াটস্অ্যাপের মাধ্যমে ১২০ টাকার টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন নাগরাকাটার খাসবস্তির বাসিন্দা ওমপ্রকাশ প্রসাদ। জানা গিয়েছে, ওমপ্রকাশের খাসবস্তিতে বাড়ি হলেও কর্মসূত্রে তিনি দিল্লিতে থাকেন। এদিকে নাগরাকাটার লাইন হোটেলের কাছেই রাস্তার পাশে এমডি সামসের আলমের লটারি দোকান রয়েছে। সেই দোকান থেকে ওমপ্রকাশ প্রসাদ বরাবর হোয়াটসঅ্যাপের মাধ্যমে লটারি টিকিট কাটতেন। এবং তিনি অনলাইনে সেই টাকা মিটিয়েও দিতেন। এভাবেই শনিবার ওমপ্রকাশ ১২০ টাকার লটারি টিকিট কিনেছিলেন সামসের আলমের কাছ থেকে।

রাতে রেজাল্ট আসতেই চোখ কপালে বিক্রেতার। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাটা সেই টিকিট মিলিয়ে দেখেন তাঁর টিকিটে ১ কোটি টাকা জিতে গিয়েছেন। এই খবর ছড়িয়ে পড়তে প্রচুর মানুষ ভিড় জমান ওই লটারির দোকানে । হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধুত্ব হয়েছে, হোয়াটসঅ্যাপে প্রেম, বিয়েও হয়েছে। তবে হোয়াটসঅ্যাপে কোটিপতি হওয়ার ঘটনা সম্ভবত এই প্রথম।

এই খবর জানতে পেরেই ওমপ্রকাশ বাবু দিল্লি থেকে আসেন। ১২০ টাকার টিকিট কেটে এক কোটি টাকা পেয়ে বেজায় খুশি হয়েছেন তিনি। ওমপ্রকাশের বললেন, “ভাবতেই পারিনি। ছেলেমেয়েকে মানুষ করব, বাড়িঘর বানাব এই টাকায়। স্বপ্নটা অনেক বড়।”

Next Article