ক্রান্তি: রাস্তাতেই দাউদাউ করে জ্বলছে পাথর বোঝাই ডাম্পার। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। দৃশ্য দেখে চোখ কপালে উঠল অন্য পথাচারীদের। মুহূর্তেই দাঁড়িয়ে গেল রাস্তায় থাকা অন্যসব গাড়ি। খবর গেল পুলিশে। কার্যত ঝাঁপ দিয়ে ডাম্পার থেকে নেমে প্রাণে বাঁচল চালক-খালাসি। এদিন চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ক্রান্তি ব্লকের কাঠামবাড়ি চেকপোস্টের সামনে। স্থানীয় সূত্রে খবর, ওদলা বাড়ি থেকে পাথর বোঝাই করে চ্যাংড়াবান্ধার উদ্দেশ্যে যাচ্ছিল ডাম্পারটি। রাস্তাতেই ঘটে এ ঘটনা। কিন্তু, কী করে গাড়িতে আগুন লাগল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
এলাকার কয়েকজন বাসিন্দাই প্রথম ঘটনাটি দেখেন। তাঁরাই চিৎকার করে বাকিদের ডেকে আনেন। শুরু হয় আগুন নেভানোর কাজ। স্থানীয়রাই খবর দেন দমকলে। খবর পেয়ে ছুটে আসে ক্রান্তি ফাঁড়ির পুলিশ। মালবাজার থেকে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে আগুন। পুলিশ ও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান ইঞ্জিনে কোনও শর্ট-সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চালক ও খালাসিকে।
ঘটনায় গাড়ির মালিক, কীভাবে আগুন লেগেছে বোঝা যাচ্ছে না। ড্রাইভারই আমাকে ফোন করে জানায়। তারপর আমরা ছুটে আসি। গাড়িটা আদপে গাজলডোবার। পুলিশ, দমকল সবটা খতিয়ে দেখছে। টায়ার থেকে শুরু গাড়ির প্রায় সবই পুড়ে গিয়েছে। তবে ড্রাইভার-খালাসির কোনও ক্ষতি হয়নি।