ভোটের বাংলায় পরপর দু’বার ভূমিকম্প! এবারের তীব্রতা আরও জোরাল

সোমবারের পর মঙ্গলবারও কম্পন অনুভূত (Earthquake) হল বাংলায়।

ভোটের বাংলায় পরপর দু'বার ভূমিকম্প! এবারের তীব্রতা আরও জোরাল
প্রতীকী ছবি।
Follow Us:
| Updated on: Apr 06, 2021 | 10:37 AM

জলপাইগুড়ি: সোমবারের পর মঙ্গলবারও কম্পন অনুভূত (Earthquake) হল বাংলায়। আজ সকাল ৭.০৭ মিনিটে ফের ভুমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়। প্রশাসনিকভাবে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসেন অনেকেই। তার কিছুক্ষণের বড়সড় কম্পন অনুভূত গ্যাংটকে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১। সকাল ৮.৪৯ মিনিট নাগাদ অনুভূত হয় কম্পন। রাস্তার বেশ কয়েকটি জায়গায় ফাটল দেখা যায়।

ভোটের সাম্প্রতিকতম খবর জানতে ক্লিক করুন

প্রবল কম্পন অনুভূত হয় ডুয়ার্স, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি-সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে। কলকাতাতেও অনুভূত হয় সেই মৃদু কম্পন। রিখটার স্কেলে পশ্চিমবঙ্গে কম্পনের মাত্রা ছিল ৬.১। ভরসন্ধ্যায় কম্পনের জেরে ভয়ে রাস্তায় নেমে শাঁখ বাজিয়ে উলুধ্বনি দেওয়া শুরু করেন শিলিগুড়ির বাসিন্দারা। প্রবল কম্পন অনুভূত হয় ডুয়ার্স, আলিপুরদুয়ার, রায়গঞ্জে।

 আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 3: ভোটের আগের রাতেই ইভিএম তুলে নিজের বাড়িতে নিয়ে গেলেন তৃণমূল নেতা! রণক্ষেত্র উলুবেড়িয়া

ভূমিকম্পের এপিসেন্টার সিকিমের রাজধানী গ্যাংটকের প্রায় ২৫ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার অন্দরে ছিল বলে জানা গিয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল লাচুং থেকে ৫১ কিলোমিটার দূরে।