কমিশনের নিষেধাজ্ঞা কাটিয়ে বুধবার ফের উত্তরবঙ্গে মমতা
নির্বাচন কমিশন বিজেপির (BJP) মুখপাত্র হিসাবে কাজ করছে। বিজেপি অফিস থেকেও নির্বাচন পরিচালনা করা হচ্ছে, অভিযোগ তুলেছে তৃণমূল।
জলপাইগুড়ি: কমিশনের নিষেধাজ্ঞা ওঠার পরই সভা করবেন। সভা হবে বুধবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাবগ্রামের প্রচার সভা নিয়ে জানালেন মন্ত্রী গৌতম দেব। সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের উপর ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। হিসাবমত মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তিনি কোনও প্রচারসভা করতে পারবেন না। তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হল, পরদিন থেকে ফের পুরোদমে প্রচারে নামবেন মমতা।
আরও পড়ুন: ‘আজ মায়ের কথা খুব মনে পড়ছে’, সাত বছর পর বিচার পেলেন অ্যাসিড আক্রান্ত সঞ্চয়িতা
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত ‘ব্যান’ করল কমিশন। একদিনের জন্য হলেও এই সিদ্ধান্তকে নজিরবিহীন বলেই দাবি শাসকদলের। তৃণমূলের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, “অতীতে এ ধরনের কোনও সিদ্ধান্তের মুখোমুখি আমাদের হতে হয়নি। কেন্দ্রের শাসকদলকে খুশি করতেই কমিশনের এই সিদ্ধান্ত। এটা নজিরবিহীন।”
To protest against the undemocratic and unconstitutional decision of the Election Commission of India, I will sit on dharna tomorrow at Gandhi Murti, Kolkata from 12 noon.
— Mamata Banerjee (@MamataOfficial) April 12, 2021
কমিশনের নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি সামনে আসতেই হইচই রাজ্য রাজনীতিতে। মঙ্গলবার উত্তরবঙ্গে সভা ছিল মমতার। তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করেন গৌতম দেব। বলেন, “কমিশনের এ ধরনের সিদ্ধান্ত একপেশে। রাত ৮টা অবধি কমিশন প্রচারে বাধা দিয়েছে।” মমতা নিজেও টুইটারে জানিয়েছেন, ‘কমিশনের ‘অগণতান্ত্রিক অসাংবিধানিক সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার ধর্নায় বসছি। দুপুর ১২টায় গান্ধী মূর্তির পাদদেশে।’
আরও পড়ুন: ভাটপাড়ায় অস্ত্র কারখানা! শুরু রাজনীতির দড়ি টানাটানি
আরও পড়ুন: ‘ওঁরাও মানুষ, আমরাও মানুষ, আপনারা আপনাদের কাজ করে যান’, শীতলকুচির ঘটনার পর কর্মীদের পাঠ অনুব্রতর
প্রসঙ্গত, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরে তাঁকে দু’বার নোটিস পাঠায় নির্বাচন কমিশন। সংখ্যালঘু ও কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মন্তব্যের জেরে জবাব তলব করা হয়। সূত্রের খবর, সে জবাবে সন্তুষ্ট হয়নি কমিশন। এরপরই সোমবার রাত ৮টা থেকে ২৪ ঘণ্টার জন্য তাঁর প্রচার নিষিদ্ধ করা হয়।