Elephant News: পুজোর মুখে আরও বড় বিপদ ধূপগুড়িতে, হাতি এসে তছনছ করল সব
Elephant News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে জলঢাকা নদী পার হয়ে নাথুয়ার জঙ্গল থেকে একটি হাতির পাল ঢুকে পড়ে জলঢাকা চর এলাকায়। এরপর সেই গ্রামের ধানক্ষেতে হামলা চালায় তারা। ধানক্ষেত নষ্টর পাশাপাশি এলাকার ছ'টি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয় বলে দাবি স্থানীয় বাসিন্দের।
ধূপগুড়ি: পুজোর মুখে একে বন্যা। তারপর আবার হাতির হানা গ্রামজুড়ে। তছনছ প্রায় বিঘের পর বিঘে জমি। এমনকী পঞ্চাশটির হাতির একটি দল হানা দিল গ্রামে। ভেঙে গুঁড়িয়ে দিল প্রায় ছটি বাড়ি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গধেয়ারকুঠি জলঢাকা চর এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে জলঢাকা নদী পার হয়ে নাথুয়ার জঙ্গল থেকে একটি হাতির পাল ঢুকে পড়ে জলঢাকা চর এলাকায়। এরপর সেই গ্রামের ধানক্ষেতে হামলা চালায় তারা। ধানক্ষেত নষ্টর পাশাপাশি এলাকার ছ’টি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয় বলে দাবি স্থানীয় বাসিন্দের। দীর্ঘক্ষণ হাতিগুলি ওই এলাকায় তাণ্ডব চালানোর পর ভোরের আলো ফুটলে ফের জলঢাকা নদী পার হয়ে জঙ্গলে ফিরে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনদফতরের কর্মীরা।
স্থানীয় বাসিন্দা বলেন, “কয়েকদিন ধরেই এলাকায় ঘুরে বেড়াচ্ছিল হাতি। তবে পুজোর আগে এভাবে সব ভাঙচুর করবে ভাবিনি। ছটি বাড়ি ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। আমাদের জমির ফসল সব নষ্ট হয়ে গিয়েছে।”