AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: হুজুর সাহেবের মেলা প্রাঙ্গনের পাশেই নাবালককে যেভাবে দেখলেন এলাকাবাসীরা..

Jalpaiguri Body Recovered: কিশোরের গলায় ফাঁসের দাগ থাকায় স্থানীয় বাসিন্দাদের দাবি,  কিশোরকে খুন করা হয়েছে। তবে তাঁদের বক্তব্য, অন্য কোথাও খুন করে দেহ এই এলাকায় ফেলে দেওয়া হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়ে তদন্ত শুরু করেছে হলদিবাড়ি থানার পুলিশ।

Jalpaiguri: হুজুর সাহেবের মেলা প্রাঙ্গনের পাশেই নাবালককে যেভাবে দেখলেন এলাকাবাসীরা..
জলপাইগুড়িতে মেলা প্রাঙ্গনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 18, 2026 | 6:50 PM
Share

জলপাইগুড়ি: গলায় ফাঁসের চিহ্ন! এক অজ্ঞাত পরিচয় নাবালকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। হলদিবাড়িতে হুজুর সাহেবের মেলা শেষ হতে না হতেই মেলার মাঠ সংলগ্ন এলাকায় অজ্ঞাত পরিচয় এক কিশোরের দেহ উদ্ধার।  কিশোরের গলায় ফাঁসের দাগ থাকায় স্থানীয় বাসিন্দাদের দাবি,  কিশোরকে খুন করা হয়েছে। তবে তাঁদের বক্তব্য, অন্য কোথাও খুন করে দেহ এই এলাকায় ফেলে দেওয়া হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়ে তদন্ত শুরু করেছে হলদিবাড়ি থানার পুলিশ।

দুদিন আগেই শেষ হয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলা। মেলা শেষ হওয়ার দুই দিনের মাথায় এইভাবে দেহ উদ্ধার হওয়ায় আতঙ্কিত এলাকার মানুষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরের আনুমানিক বয়স ১৪ বছর। রবিবার সকালে হলদিবাড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ডের হুজুর সাহেবের মাঠ সংলগ্ন ধারা নগর এলাকার একটি মাঠে তার দেহ পড়ে ছিল।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে ওই মাঠে গরু বাঁধতে যান এক মহিলা। তিনিই প্রথম ওই দেহ পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের,  আরও দাবি গতকাল রাতে কোনও আওয়াজ তাঁরা পাননি। এমনকি মাঠে ধস্তাধস্তির কোনও চিহ্ন পর্যন্ত নেই।

তাই তাঁদের দাবি, এই নাবালককে অন্য কোথাও খুন করে এখানে ফেলে রাখা হয়েছে। এইজাতীয় ঘটনা আগে কোনও দিন এই এলাকায় ঘটেনি। হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রাই জানিয়েছেন, দেহ উদ্ধার করা হয়েছে।পাশাপাশি পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মৃতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।ময়নাতদন্তর রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।