Fever: জ্বরের রোগীতেই ভরে যাচ্ছে হাসপাতাল, বেড নেই, চিন্তায় চিকিৎসকরা

Fever: গত সোমবার গাদং এলাকার ১৪ বছরের এক কিশোরের জ্বরে মৃত্যু হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

Fever: জ্বরের রোগীতেই ভরে যাচ্ছে হাসপাতাল, বেড নেই, চিন্তায় চিকিৎসকরা
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 19, 2025 | 9:45 PM

ধূপগুড়ি: উত্তরবঙ্গ জুড়ে জ্বরের দাপট বাড়ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে আউটডোরে গড়ে প্রতিদিন ১৭০০-র বেশি রোগী চিকিৎসা করাতে আসছেন। এর মধ্যে প্রায় ৭০ শতাংশই জ্বরে আক্রান্ত। ফলে বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

বেড সঙ্কট তীব্র আকার ধারণ নিচ্ছে। বাধ্য হয়ে একই শয্যায় দু’তিনজন রোগীকে রাখতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। পরিস্থিতি ঘিরে বাড়ছে উদ্বেগ।

গত সোমবার গাদং এলাকার ১৪ বছরের এক কিশোরের জ্বরে মৃত্যু হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। বর্তমানে ধূপগুড়ি হাসপাতালে অন্তত ৬৫ জন জ্বরে আক্রান্ত হয়ে রোগী ভর্তি আছেন। তাদের রক্তের নমুনা পরীক্ষা করে সংক্রমণের ধরন বোঝার চেষ্টা চলছে।

অন্যদিকে জলপাইগুড়ির রাজগঞ্জে ইঁদুর-বাহিত সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। এতে নতুন করে চিন্তায় পড়েছে সাধারণ মানুষ ও স্বাস্থ্য দফতর।

অন্যদিকে, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের চেকর মারি গ্রাম-সহ মোট ৮ টি গ্রামে লেপ্টোস্পাইরোসিসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে আরও ৯ জন নতুন করে ইঁদুর জ্বর ও জন্ডিসে আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। আগে ছিল ১৪৪ জন। এবার নতুন করে আরও ৯ জন আক্রান্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫৩।