Foreign Cigarette seized: কন্টেনারে বাঁশের আড়ালে কী পাচার হচ্ছে? তল্লাশি চালাতেই চোখ ছানাবড়া পুলিশের
Foreign Cigarette seized: দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ আসিফ (৩৩) ও শাকিল খান (৩২)। তারা দু'জনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। একজনের বাড়ি মোরাদাবাদে ও অন্যজনের বাড়ি রামপুর এলাকায়।

জলপাইগুড়ি: বাঁশ ভর্তি কন্টেনার। সন্দেহ করার মতো কিছু নেই। কিন্তু, সেই কন্টেনারেই তল্লাশি চালিয়ে ৫০ লক্ষাধিক টাকার বিদেশি সিগারেট উদ্ধার করল জলপাইগুড়ি জেলা পুলিশের ডিস্ট্রিক্ট ডিটেকটিভ ইউনিট। এই নিয়ে গত দুই সপ্তাহে প্রায় ১ কোটি টাকার বিদেশি সিগারেট উদ্ধার হল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে।
জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানান, গতকাল জেলার বিশেষ গোয়েন্দা সেলের আধিকারিকদের কাছে খবর আসে জলপাইগুড়ি শহর সংলগ্ন জাতীয় সড়ক দিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট পাচার করা হবে। সেই মতো অভিযান চালিয়ে বাঁশ বোঝাই একটি কন্টেনার বাজেয়াপ্ত করে তল্লাশি চালানো হয়। তখনই ৫৪ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার হয়। ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ আসিফ (৩৩) ও শাকিল খান (৩২)। তারা দু’জনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। একজনের বাড়ি মোরাদাবাদে ও অন্যজনের বাড়ি রামপুর এলাকায়।
পুলিশ জানিয়েছে, গাড়ির ভেতরে চালকের আসনের পিছনে থাকা একটি গোপন চেম্বারের মধ্যে লুকানো ছিল ওই ৫৪ কার্টন বিদেশি সিগারেট। এই বিপুল পরিমাণ সিগারেট অসমের গুয়াহাটি থেকে উত্তরাখণ্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। এদিন তাদের আদালতে তোলা হবে।
এর আগে গত ২৫ এপ্রিলও জলপাইগুড়িতে ৫০ লক্ষ টাকার বিদেশি সিগারেট উদ্ধার করেছিল জলপাইগুড়ি জেলা পুলিশ। পাহাড়পুর মোড়ের জোড়া পেট্রোল পাম্পের কাছে একটি দশ চাকার কন্টেনারে তল্লাশি চালিয়ে ৫০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ২ জনকে। তাদের বাড়িও উত্তর প্রদেশে। সেই কন্টেনারেও বিদেশি সিগারেট অসম থেকে উত্তরাখণ্ডে নিয়ে যাওয়া হচ্ছিল।





