জলপাইগুড়ি : মেন্টরের দেখানো পথেই পশ্চিমবঙ্গের জনগণের প্রতি দায়বদ্ধতা পালনে উদ্যোগী হবেন তিনি। জলপাইগুড়িতে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তাঁর জীবনের প্রথম কর্মস্থল জলপাইগুড়ি। এই জেলার স্টেট ব্যাঙ্কের মেন ব্রাঞ্চে কর্মরত ছিলেন তিনি। শুক্রবার জলপাইগুড়ি সফরে সেই স্থল পরিদর্শন করলেন রাজ্যপাল (Governor)। পুরনো কাজের জায়গায় এত বছর পর গিয়ে কার্যত নস্টালজিয়ায় ভাসলেন তিনি।
শুক্রবার সকালে তিনি স্টেট ব্যাঙ্কের জলপাইগুড়ি শাখা ঘুরে দেখেন। জানা গিয়েছে, ১৯৭৭ সালে ব্যাঙ্কের প্রবেশনারি অফিসার হিসেবে জলপাইগুড়িতে কর্মজীবন শুরু করেন তিনি। প্রায় মাস খানেক সেখানে ছিলেন তিনি। জলপাইগুড়ি থানা মোড় সংলগ্ন একটি হোটেলে সেই সময় থাকতেন বলে জানা গিয়েছে। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করতে ব্যাঙ্কে ভিড় উপচে পড়ে। দেখা করতে এসেছিলেন তাঁর পুরনো দিনের সহকর্মীরা। রাজ্যপাল যাঁকে তিনি মেন্টর বলে মানেন সেই অশোক কুমার রায় চৌধুরী সহ আরও অনেকেই এসেছিলেন এদিন।
রাজ্যপাল সার্কিট হাউসে এদিন গার্ড অব অনার দেওয়া হয় রাজ্যপালকে। তাঁর পুরনো কর্মস্থল ঘুরে দেখার পাশাপাশি অসম মোড়ে মিশনারি অফ চ্যারিটিতেও যান তিনি। সেখানে মিশনারির আবাসিকদের সঙ্গে দেখা করেন। তাঁদের কাজকর্মও ঘুরে দেখেন রাজ্যপাল।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, ‘আমার কর্মজীবনে মেন্টর ছিলেন এই ব্যাঙ্কের কর্মী অশোক কুমার রায় চৌধুরী। তিনি আমাকে দুটো কথা শিখিয়েছিলেন। এক, তুমি যা চাইছ তা না পেতেও পার, কিন্তু যা পাচ্ছ সেটাকেই তুমি ভালবাস। দুই, যে কাজ তুমি করবে সেটা অত্যন্ত মনযোগের সঙ্গে করবে। এই দুটি কথা আমি আজও আমার জীবনে পাথেয় করে চলেছি। এখন আমি এই রাজ্যের দায়িত্বে আছি। এই রাজ্যের জনগণের প্রতি আমার যা দায়িত্ব, তা আমি পালন করব।’
স্টেট ব্যাঙ্কের প্রাক্তন কর্মী অশোক কুমার রায় চৌধুরী বলেন, ‘উনি এতবড় মাপের মানুষ। আমার বাড়িতে আসবেন, তা আমি স্বপ্নেও ভাবিনি। ঠিক ৪৪ বছর আগে উনি যেমন ছিলেন, আজও তেমনই রয়ে গিয়েছেন।’ আর ‘মেন্টর’ প্রসঙ্গে প্রশ্ন করলে মুচকি হেসে অশোক বাবু বলেন, ‘এটা ওঁর মহানুভবতা। আমি আর কী বলি বলুন।’