Dhupguri: ভর দুপুরে দুষ্কৃতীরা এসে গাড়িতে করে তুলে নিয়ে গেল ব্যক্তিকে

Rony Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 12, 2024 | 5:23 PM

Dhupguri: খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনাস্থলে পড়ে থাকে ওই যুবকের বাইক এবং দু'পাটি জুতো। পুলিশ সিসিটিভি দেখে তদন্ত শুরু করেছে। এটি অপহরণ, নাকি এর সঙ্গে প্রেম ঘটিত কোন ঘটনা জড়িত আছে তদন্ত শুরু করেছে পুলিশ। 

Dhupguri: ভর দুপুরে দুষ্কৃতীরা এসে গাড়িতে করে তুলে নিয়ে গেল ব্যক্তিকে
দিনে দুপুরে অপহরণ?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ধূপগুড়ি: রাত নয়, একদম ভর দুপুরে হইচই কাণ্ড। বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা এক যুবককে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা। কী কারণে তা যদিও এখনও জানা যায়নি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি ধূপগুড়ি থানা এলাকায়।

আজ সকাল সাড়ে দশটা নাগাদ ধূপগুড়ি বাস টার্মিনাসের ঢিল ছোড়া দূরত্বে ১৬ নম্বর ওয়ার্ডের শরৎ পল্লীর গলির মুখে অপহরণের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের দাবি। জানা গিয়েছে, একটি বোলেরো গাড়িতে কয়েক জন লোক এসে নামে গলির মুখে। ওই মুহূর্তে এক যুবক একটি বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল সেখানে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বোলেরো গাড়ি থেকে বেশ কয়েকজন ওই যুবককে বেধড়ক মারধর করতে করতে গাড়িতে তুলে নিয়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনাস্থলে পড়ে থাকে ওই যুবকের বাইক এবং দু’পাটি জুতো। পুলিশ সিসিটিভি দেখে তদন্ত শুরু করেছে। এটি অপহরণ, নাকি এর সঙ্গে প্রেম ঘটিত কোন ঘটনা জড়িত আছে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও, পুলিশ সুপার খন্ডবাহালে উমেস গনপত বলেন, “বিষয়টি পারিবারিক। তাই প্রকাশ্যে বলব না। তবে কিডন্যাপিং নয়। এটা পারিবারিক ঝামেলা।”

 

Next Article