Dhupguri: স্রেফ সন্দেহ করেই বলে দিলেন রোহিঙ্গা, যুবকের দিকে দা নিয়ে তেড়ে গেলেন ব্যক্তি

সূত্রের খবর, জলপাইগুড়ির ধূপগুড়ি বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভেমটিয়া এলাকার এক বাসিন্দা তাঁর বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন। তাঁরা বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে কাঁচা সুপারি বিক্রি করছিলেন। সেই সময় হঠাৎই নেতাজি পাড়া এলাকার অপর এক বাসিন্দা ধারাল অস্ত্র নিয়ে হামলা চালান বলে অভিযোগ।

Dhupguri: স্রেফ সন্দেহ করেই বলে দিলেন রোহিঙ্গা, যুবকের দিকে দা নিয়ে তেড়ে গেলেন ব্যক্তি
মারধরের অভিযোগImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 23, 2025 | 4:06 PM

ধূপগুড়ি: রোহিঙ্গা বলে অপমান। তারপর ধারাল অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির নেতাজি পাড়া এলাকায়। এই ঘটনায় খুচরো সুপারি ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে ধূপগুড়ি থানার পুলিশ।

সূত্রের খবর, জলপাইগুড়ির ধূপগুড়ি বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভেমটিয়া এলাকার এক বাসিন্দা তাঁর বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন। তাঁরা বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে কাঁচা সুপারি বিক্রি করছিলেন। সেই সময় হঠাৎই নেতাজি পাড়া এলাকার অপর এক বাসিন্দা ধারাল অস্ত্র নিয়ে হামলা চালান বলে অভিযোগ। সুপারি ব্যবসায়ীর সাইকেল ফেলে দেওয়া হয়। এমনকী রোহিঙ্গা বলে অকথ্য গালিগালাজও করা হয় বলে অভিযোগ উঠেছে। প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে বাধ্য হন ওই ব্যক্তি।

ঘটনার পর ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই সুপারি ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে পুলিশের তৎপরতায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই আরও তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে। চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি জুড়ে। এলাকার এক ব্যক্তি বলেন, “আজ সকাল ৯টা নাগাদ দুজন ছেলে সুপারি নিয়ে বেরিয়েছিল। সেই সময় সামনের বাড়ির দুজন মহিলা ও পুরুষ বের হয়ে চোর চোর বলে দাগিয়ে দেয়। ওই ছেলেগুলো পাল্টা প্রশ্ন করেন কেন তাঁদের বলা হচ্ছে চোর? সেই সময় ওই পুরুষ হাতে দা নিয়ে বেরিয়ে আসেন। মারার হুমকি দেয়। তারপর বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দেয়।”