Jalpaiguri: চা বাগানে দাদুর সঙ্গে দাঁড়িয়েছিল চার বছরের শিশু, পিছন থেকে ঝুপ করে লাফ মারে সে… গ্রাম জুড়ে হাহাকার

Rony Chowdhury | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 31, 2024 | 10:55 AM

Jalpaiguri: কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুচাপুর, নেওরা-সহ অন্যান্য ছোট চাবাগানগুলিতে চিতাবাঘের উপদ্রব রয়েছে। কয়েকদিন আগেই নেওরা চা বাগানে বনদফতরের পাতা খাঁচায় আটক হয় পর পর দুটি চিতাবাঘ।

Jalpaiguri: চা বাগানে দাদুর সঙ্গে দাঁড়িয়েছিল চার বছরের শিশু, পিছন থেকে ঝুপ করে লাফ মারে সে... গ্রাম জুড়ে হাহাকার
চিতাবাঘের হামলায় আহত শিশু
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: বাগানে নাকি চিতাবাঘ এসেছে, শুনেই গ্রামের অনেকেই ছুট লাগিয়েছেন অনেকে। তাদের মধ্যেই ছিল এক নাবালক। চা বাগানের মধ্যেই চোখ ঘুরছিল সকলের। হঠাৎ করেই পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। মালবাজারের নেপুচাপুর চা বাগানে বস্তি এলাকায় চিতাবাঘের আক্রমণে আহত ১ শিশু-সহ ৭ জন। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুচাপুর চাবাগান সংলগ্ন বস্তি এলাকায়।

কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুচাপুর, নেওরা-সহ অন্যান্য ছোট চাবাগানগুলিতে চিতাবাঘের উপদ্রব রয়েছে। কয়েকদিন আগেই নেওরা চা বাগানে বনদফতরের পাতা খাঁচায় আটক হয় পর পর দুটি চিতাবাঘ। তারপরও চিতাবাঘের হামলা কমেনি। ঘটনার প্রত্যক্ষদর্শী মমতা রায় জানান,   চা বাগানে চিতাবাঘ এসেছে শুনে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় । প্রচুর মানুষের ভিড় জমান বাঘ দেখতে। সেই সময় আচমকাই চিতা বাঘ বাগানের ঝোপ থেকে লাফিয়ে বাইরে এসে লাফিয়ে পড়ে আয়ান রায় নামে বছর চারেকের ওই শিশুর ওপর। কিছুটা দূরেই দাঁড়িয়েছিল তার দাদু গৌরাঙ্গ রায়। নাতিকে বাঁচাতে গিয়ে চিতাবাঘের হামলার শিকার হন তিনিও।

এরপর ওই চিতাবাঘটি  বাগানের মধ্যেই আরও বেশ কয়েকজনের ওপর হামলা চালায়। বাগানের মধ্যে চিৎকার চেঁচামেচি দৌড়াদৌড়ি পড়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছে প্রদীপ ওঁরাও , মার্কোস ওঁরাও, রফি ওঁরাও, মুখেশ রায় ও মাংড়ি ওঁরাও। বনদফতরকে খবর দিলে বনকর্মীরা বাগানে পৌঁছন। ততক্ষণে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ফাঁদ পাতার চেষ্টা চলছে বাগানে।

Next Article