Jalpaiguri Accident: রাস্তা ভাল থাকায় গতি বাড়িয়েছিলেন দুই বাইকের চালকই, পরিণতি ভয়ঙ্কর

Rony Chowdhury | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 31, 2023 | 9:26 AM

Jalpaiguri Accident: খবর পেয়ে ঘটনা স্থলে যান বানারহাট থানার পুলিশ। থানা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহতদের শনাক্ত করা হচ্ছে। একটি বাইক নিউডুয়ার্সের এবং অন্যটি আমবাড়ি চা বাগানের বলে জানতে পারা গিয়েছে।

Jalpaiguri Accident: রাস্তা ভাল থাকায় গতি বাড়িয়েছিলেন দুই বাইকের চালকই, পরিণতি ভয়ঙ্কর
জলপাইগুড়িতে বাইক দুর্ঘটনা

Follow Us

জলপাইগুড়ি: দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচজন , মৃত ১। দুর্ঘটনাটি ঘটেছে বানারহাটের চুনাভাটি চা বাগানের কাছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন , একটি মটর বাইক চামুর্চি থেকে আমবাড়ি চা বাগানের দিকে যাচ্ছিল এবং অন্যদিকে একটি বাইক চামুর্চির দিকে যাচ্ছিল। চুনাভাটির কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুটি বাইকেই তিন জন করে আরোহী ছিলেন। বাইকের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রজত ভেঙড়া (২৫)। প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কে উভয় বাইকের আরোহীকে আহত অবস্থায় পরে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয় স্থানীয় বাসিন্দারা। আহতদের মধ্যে দু’জনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা গেছে। নিউ ডুয়ার্স চা বাগানের বাসিন্দা ছিলেন। আহতদের বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের মালবাজার মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

খবর পেয়ে ঘটনা স্থলে যান বানারহাট থানার পুলিশ। থানা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহতদের শনাক্ত করা হচ্ছে। একটি বাইক নিউডুয়ার্সের এবং অন্যটি আমবাড়ি চা বাগানের বলে জানতে পারা গিয়েছে। পুলিশের অনুমান, বাইকের অতিরিক্ত গতির জেরেই দুর্ঘটনা। কারণ রাস্তাঘাট সে অর্থে খারাপ নয়। ফলে ঝড়ের গতিতে চলছিল দুটো বাইক। সামনাসামনি চলে এলে নিয়ন্ত্রণ রাখতে পারেননি কেউই। অগত্যা দুর্ঘটনা।

Next Article